আমাদের কথা খুঁজে নিন

   

১১ মাসের অনুভুতি

সবসময় শুনে এসেছি, মানুষের জীবন নাকি কখনও কষ্টের কখনও আনন্দের,কখনও খুশির, কখনও কান্নার, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আমার জীবনটা ঢেউহীন সমুদ্রের মত, নিথর নিস্তব্দ, কোন জোয়ার ভাঁটা নেই, নিয়মঅনুযায়ী লেখাপড়া ঘুম খাওয়াদাওয়া আর একটা রুমে নিজের মতো বড় হওয়া এভাবে ই কাটিয়েছি, কখনও খুব বড় কোন কষ্ট কোনদিন পাইনি তানা, বাবা চলে যাওয়ায় বড় কষ্টতো একটা পেয়েছি , এছারা ছোটখাটো কষ্ট ছাড়া বড় কোন কষ্টও আমি পাইনি জীবনে। আমার কাছে কখনও মনে হয়নি জীবন খুব সুন্দর, বেঁচে থাকা খুব আনন্দের, প্রকৃতি খুব সুন্দর এক কথায় বলা যায়, আমি অনুভুতি শূন্য মানুষ। সবসময় মনে হয়েছে আমি মানুষ , নিয়মঅনুযায়ই আমাকে বেঁচে থাকতে হবে তাই বেঁচে আছি। হঠাৎ আমার জীবনে একটা পরিবর্তন এলো, আমার সব কিছু ভাল লাগা শুরু হল, আকাশ বাতাশ প্রকৃতি সব, সব কিছু এত সুন্দর , বেঁচে থাকা কতো আনন্দের আমি বুঝতে শুরু করলাম, জীবন কতো সুখের, ইশ কতো সুন্দর আকাশের ওই চাঁদটা, আইয়ুব বাচ্চুর আসলে কেউ সুখী নয় এই গানটা শুনে আমি একজনকে বলেছিলাম কে বলে কেউ সুখী না, এইযে আমি কতো সুখী। আমি কতো সুখী, আমি তোমাকে পেয়েছি আমারতো আর কিছুর দরকার নেই।

আইয়ুব বাচ্ছুকে গিয়ে বলবো আপনার এই কথাটা ঠিক না, এইযে দেখুন আমি পরিপূর্ণ শুখি মানুষ। কিন্তু মাত্র ১১ মাস। তারপর সব শেষ। প্রকৃতি আমাকে আগের জায়গায় পৌঁছে দিল। আবার সেই নিথর অন্ধকার পৃথিবী।

কিন্তু যে অন্ধকারে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, হঠাৎ আলো দেখে সেই অন্ধকার এখন আরও অনেক বেশি দুঃসহ হয়ে গেছে। বিধাতা, কেন তুমি আমাকে আলো দেখালে? আমিতো অন্ধকার মেনে নিয়েছিলাম, ভালই ছিলাম। কেন এই ১১ মাস এল আমার জীবনে? কেন?????????????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।