আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগলে দেখতে পারেন। এন্ড্রয়েড এর জন্য একটা অসাধারন App.

আমরা বিভিন্ন কোম্পানীর সিম ব্যবহার করি। এদের সবাই একটা সুবিধা দেয় যা হল Call block করার। এরা কিন্তু এইসব সুবিধা ফ্রি দেয় না। মাসিক নির্দিষ্ট একটা চার্জ নেয়। কিন্তু আপনার যদি একটা এন্ড্রয়েড সেট থাকে, তো আপনার জন্য এই কল ব্লক করা কোন ব্যপার ই না।

তাও আবার পুরাপুরি ফ্রি। এই এন্ড্রয়েড সেট এর জন্য কল ব্লক করার অনেক App পাওয়া যায়। এদের মাঝে অনেকগুলাই ফেক। বা অনেক গুলাই কাজ করে না। তাই আসল Call block App খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য।

এদের Icon বা Description দেখলে মনে হয় সত্যিই কাজের জিনিস। আমি নিজেও এভাবে ধরা খেয়েছি। আজকে আমি যে App টা নিয়ে লিখব তার নাম হলঃ "aFirewall Blocker" অসাধারন একটা অ্যাপ। যা আমি নিজে ব্যবহার করি। তাই ফাউ গুণগান গাচ্ছি না।

বেশি কথা না বাড়িয়ে দ্রুত ডাইরেক্ট একশনে চলে যাই। aFirewall blocker: মেইন ইন্টারফেসঃ এখান থেকে আপনি Blocked Conversation, Protected conversation, Rules, Settings, Export and Import, Comment অপশন দেখতে পাবেন। এছাড়া নিচে চেক করে দেখুন আমি যে অ্যাপটি দিয়েছি তা ফুল ভার্সন। তাই আপনি এই app এর সব সুবিধা উপভোগ করতে পারবেন। পরে আরো চমক আছে!!! গ্রুপ লিস্টঃ Blocked Conversation এ touch করলে পাবেন Group List, Blocked Calls, Blocked messages নামে তিনটি ট্যাব পাবেন।

Group List এ দেখবেন Black list, White list, Contacts ইত্যাদি অপশন পাবেন। অন্য কোন কাজ নেই আপনার কাজ শুধু Black list নিয়ে। ওকে সিলেক্ট করুন Black list--> Edit এবার লক্ষ্য করুন সবার নিচে আছে Add number or wildcard অইটা সিলেক্ট করুন। ভিক্টিমের নাম্বার লিখুন। Done সিলেক্ট করলেই কাজ হয়ে যাবে।

চেক করতে ভিক্টিমের নাম্বার থেকে কল দিয়েই দেখুন। aFirewall blocker Setting এখান থেকে আপনি সেটিংস করতে পারবেন। চাইলে পাসওয়ার্ড ও দিতে পারবেন। চমকের কথা বলেছিলাম তা হল আপনি চাইলে একটা ফেক পাসওয়ার্ড ও দিতে পারেন। এতে কেউ আপনাকে পাসওয়ার্ড দিতে বললে ফেক টা দিবেন।

এতে করে App ঠিকই ওপেন হবে কিন্তু কিছু চেঞ্জ করা যাবে না। হয়ত ভিক্টিম আপনাকে ফোন করে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে বলতে পারে, "দেখি তোর ব্লক লিস্টে আমার নাম আছে কিনা"। তখন আপনি সুন্দরমত আপনার ফেক পাসওয়ার্ড টি তাকে দিয়ে দিবেন বা আপনি ওপেন করবেন (তাকে দেখিয়েই - যাতে সন্দেহ মুক্ত হয়)। ব্যস দেখতে পাবেন আপনার ব্লক লিস্টে কারও নাম্বার নেই। কিন্তু আপনি যদি রিয়েল পাসওয়ার্ড দিয়ে ওপেন করেন তাহলে ঠিকই সব ফিরে পাবেন।

আর কিছুই বলার নেই। ভালো লাগলে কমেন্ট করুন। পোস্ট শেষ। আয় হায়!! করলাম কি? এতক্ষন যে App এর গুণগান গাইলাম তার ডাউনলোড লিঙ্ক ই তো দিলাম না গরম গরম Download লিঙ্কঃ Link to download aFirewall blocker ডাউনলোড করেন আর ভিক্টিমের বাশ মারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.