আমাদের কথা খুঁজে নিন

   

ভৌতিক গল্প এবং কালজয়ী লেখকদের কিছু ভৌতিক গল্পের অডিও বই ( সংগ্রহে রাখার মতন )

everything is fair in love and war ভৌতিক গল্প বলতে শুধু যে এটি ভয় পাওয়ার উপকরন তা নয় । সত্যজিৎ রায় , শরবিন্দু বন্দ্যোপাধ্যায় , হেমন্ত কুমার রায় সহ অনেকে এই ভৌতিক গল্প গুলাকে সাহিত্য এর পর্যায়ে নিয়ে গেছেন । নিতান্তই অলস মস্তিষ্কের কাল্পনিক অবদানমাত্র ভাবতে পারেন কিন্তু এগুলা এক ধরনের সাহিত্য । যা পড়ে বা শুনে পাঠক বা শ্রোতা আনন্দ পায় । অনেকে আবার একে শুধু শিশুতোষ এর পর্যায়ে ফেলে দিয়েছেন ।

বাস্তব কোনো কাহিনীর উপর ভিত্তি করে এ গল্প লেখা হউক বা না হউক এর আলাদা অবদান এবং চাহিদা বাংলা সাহিত্য এ ছিল থাকবে । মূলত উপরের উল্লেখিত তিনজন লেখকের কিছু ভৌতিক গল্প নিয়ে লিখব ... সত্যজিত রায় এর রচনা নিয়ে আর কি বলব । একাধারে তিনি সিনেমা পরিচালক , সাহিত্তিক বহুমুখি প্রতিভার অধিকারি । তিনি ফেলুদা , প্রোফেসর শঙ্খু ( এই দুই চরিত্র নিয়ে আলাদা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে ) এর জনক আবার অনেক রহস্য উপন্যাস আছে পাশাপাশি অনেক ভৌতিক ছোট গল্প আছে তার । যদিও বই আকারে সব প্রকাশিত হয় নাই ।

বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত হয়েছে । তার রচয়িত দুইটি অডিও বই অনাথ বাবুর ভয় গগন চৌধুরীর ষ্টুডিও এটি ১৯৮৩ সালে সন্দেশ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় । শরবিন্দু বন্দ্যোপাধ্যায় যিনি সত্তজিতের ফেলুদার মতন ব্যোমকেশ বক্সী চরিত্রের জনক । কিন্তু মজার ব্যাপার হল তিনি তার সাহিত্য জীবন শুরু করেন মাত্র ১৫ বছর বয়সে এবং ভৌতিক গল্প দিয়ে যা হল সবুজ চশমা তারপর আংটি আর একটি ভৌতিক গল্প দেহান্তর যা ১৯৪৯ সালে প্রথম প্রকাশিত হয় । তার বিখ্যাত ব্যোমকেশ কাহিনির একটা গল্প রক্তমুখি নীলা হেমেন্দ্র কুমার রায় যিনি কিশোর সাহিত্য জন্য খ্যাত ।

যারা ভৌতিক গল্প ভালবাসেন তাদের সাজেষ্ট করব আপনারা হেমেন্দ্র কুমার রায় এর কিশোর ভৌতিক সমগ্র পড়ার জন্য । তার কিশোর সাহিত্যর ভেতর তিনি অনেক ভৌতিক রচনাও লিখেছেন । মিসেস কুমুদিনি চৌধুরী , চিলের ছাদের ঘর এবং রুদ্র নারায়নের বাগান বাড়ি তার তিনটি অন্যতম ভৌতিক রচনা । উপরে উল্লেখিত সবগুলা গল্পই অডিও ভার্শন যা দেওয়ার অন্যতম কারন পিডিএফ বই বা কাগজের বই পড়ার অনেকে সময় পান না । অডিও বই এর সবচেয়ে বড় সুবিধা অন্য কাজের মাঝে এটি প্লে করে শুনা যায় ।

উপরের অডিও বই গুলা সানডে সাসপেন্স থেকে সংগৃহীত । অডিও কোয়ালিটি সবগুলারই চমৎকার এবং গল্পের অসাধারন কথন আশা আপনাদের সত্যি ভাল লাগবে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।