আমাদের কথা খুঁজে নিন

   

|| বিষাক্ত আমি ||

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । এক পিচ্ছিল হৃদয়ের বাঁধাধরা সুরে দূর থেকে দূরান্তে, আরও বহুদূরে, অকালের শাঁখে বাজে দীঘল রাগিণী, যেন ফুঁসে উঠা ফনা তোলা অনল নাগিনী বিষাক্ত হাসি হাসে ফণীদের ভিড়ে, নিম কালো আঁধারের তিক্ত অধরে আধো হেসে হাতছানি দেয় কুহকিনী...... আলেয়ার গান গায় ঝিঁঝিঁদের ঝাঁক এঁকে দেয় বাদুড়ের কল্পিত বাঁক, আঁধারের জলে ভাসে সিক্ত হরিণী, চাঁদের মোহনা আঁকে নিশি মায়াবিনী, কানা ডাহুকের সুরে হতাশার ডাক জীবনের কোলাহল সবই নির্বাক, কালে কালে বিবর্ণ ধূসর যামিনী...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।