আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বোনদের জন্যে বড়ভাইসুলভ কবিতা

এইসব ভালো লাগে... উৎসর্গ শায়মাপুঃ উনার একটা ছড়াকাব্য থেকে ইন্সপায়ারড মেজাজ টা আজ বুঝি খুব বেশি উষ্ণ? দূর হতে সভয়েতে করি এই প্রশ্ন কার পরে রাগ তোর? কার প্রতি উগ্র? উত্তর দিবি নাকি? হয়ে আছি ব্যগ্র খুব বেশি লেগে গেলে দাঁতে দাঁত কটমট প্রতিকার চেয়ে দ্যাখ বলে দেব ঝটপট! প্রথমেই ছেলেটার দোষগুলো মনে কর মনে করে মেজাজটা খুব খিটখিটে কর এরপর মনে মনে চুল টুল টেনে ধর কান টেনে কাছে টেনে গালে কষে মার চড় রাগখানা দেখবি ফিজিক্যালি ফুটবে তার মানে ছেলেটার আরো মার জুটবে লুলুগিরি করে ধরা পড়ে গেলে সামনে কথা বলা বন করে বেশ এক ভাব নে ধীরে ধীরে মন থেকে তুলে দূরে ছুঁড়ে ফ্যাল! অথবা ঝ্যাটা দিয়ে খুব করে ঝেটে ফ্যাল! পিচপিচ কেটে ফ্যাল! হুতাশনে পুড়ে ফ্যাল! শীল পাটা দিয়ে তুই থেতো করে বেটে ফ্যাল! যমযম পানি দিয়ে খুব করে ধুয়ে ফ্যাল! এভাবেই ব্যাটাকে মন থেকে মুছে ফ্যাল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।