আমাদের কথা খুঁজে নিন

   

এলো একগাদা নতুন স্মার্টফোন ও গ্যাজেটস: স্যামসাং গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি ক্যামেরা, সনি এক্সপেরিয়া টি, ভি, জে

I realized it doesn't really matter whether I exist or not. গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে জার্মানীর বার্লিন মেতে ছিল প্রযুক্তি উৎসবে। ৩১ তারিখ থেকে ৫ই সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে আইএফএ প্রদর্শনী যেখানে প্রযুক্তি পণ্য প্রস্তুতকারকরা তাদের আগামী দিনের পণ্যগুলো তুলে দেবেন ভোক্তাদের হাতে। কিন্তু তার আগে পণ্যগুলোকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন তো করতে হবে, তাই না? সেটাই হলো গত রাতে। সনি এনেছে নতুন তিনটি স্মার্টফোন। এক্সপেরিয়া টি, ভি ও জে।

এক্সপেরিয়া টি-তে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল কোর প্রসেসর। অন্যদিকে এক্সপেরিয়া জে হচ্ছে মোটামুটি নাগালের মধ্যে থাকা এন্ট্রি লেভেল স্মার্টফোন। যদিও এগুলোর দাম ঘোষণা করা হয়নি, সনি বলছে সবার হাতের নাগালেই থাকবে এক্সপেরিয়া জে। অন্যদিকে স্যামসাং এনেছে তাদের বিপুল প্রত্যাশিত 'ফ্যাবলেট' নামে পরিচিত গ্যালাক্সি নোট-এর দ্বিতীয় সংস্করণ, গ্যালাক্সি নোট ২.। ৫.৫ ইঞ্চি আকারের এই ডিভাইসকে বলা হচ্ছে স্যামসাং-এর তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী ডিভাইস।

আর সেইসঙ্গে এনেছে স্যামসাং-এর প্রথম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্ট ক্যামেরা, গ্যালাক্সি ক্যামেরা, যাতে রয়েছে ৪.৮ ইঞ্চি স্ক্রিন, ১৬ মেগাপিক্সেল লেন্স ও অ্যান্ড্রয়েড জেলি বিন। ছবি তো দেখলেন, এবার চলুন পড়ে আসা যাক বিস্তারিত। গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরা এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি, এক্সপেরিয়া জে এইবার কে কোনটা কিনবেন বলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।