আমাদের কথা খুঁজে নিন

   

চার ভাইয়ের একই দিনে জন্মদিন (ছবি ব্লগ)!!!!!

তাশফী মাহমুদ চার ভাইয়েরই জন্মদিন একটা। ব্রিটেনের এক গর্বিত মা তার প্রথম দুই জমজ সন্তানের জন্মদিনেই জন্ম দিলেন আরও দুই জমজ সন্তান। কিম হেফারের কোল আলোকিত করে গত ১৮ জুলাই জন্ম নেয় ডেভোন ও লোগান। আর এই দিনটি ছিলো কিমের প্রথম দুই ছেলে ট্রিস্টান ও ব্লেকের চতূর্থ জন্মদিন। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই জন্ম হয়েছে ডেভোন ও লোগানের।

বিশ্বে প্রতি তিন কোটি জন্মের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটে। তবে গোটা ব্রিটেনে এটাই এমন প্রথম ঘটনা। বেশ আমুদে গলায় কিম বললেন, “এই ঘটনায় আমরা একেবারেই আত্মহারা হয়ে যাই। কোনোদিনই ভাবিনি ওদের জন্ম একই দিনে হবে। এখন থেকে ওদের জন্মদিনে আমরা ঘরে হুলুস্থুল ফেলে দেবো।

” ১৮ জুলাই দিনটি ছিলো সত্যিই উত্তেজনার। দিনটি পার হয়ে যেতে ঘড়ির কাটায় মাত্র ১০ মিনিট বাকি। কিন্তু ভাইদের সাথে জন্মদিনে মিল রাখতে রাত ১১টা ৫০ মিনিটেই বেরিয়ে এলো লোগান সাড়ে ৫ পাউন্ড ওজন নিয়ে। তর যেনো সইছিলো না ডেভোনের। ১ মিনিটের ব্যবধানে সেও উঁঁকি দিলো পৃথিবীর পানে।

জন্মনিলো ৬.৩ পাউন্ড ওজন নিয়ে। ঘর জুড়ে তখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। চারটি ভাইয়ের জন্ম একই দিনে হলো সেই ঘটনায় সবাই বেজায় খুশি। প্রতিবেশীদের কেউ কেউ বিশ্বাসই করতে চায়না ওদের জন্ম একই দিনে, বলেন কিম হেফার। ওদের বাবা ফ্রেডি অর্থ ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

বললেন, “এটি সম্পূর্ণ অন্যরকম একটি ঘটনা। সকল পরিসংখ্যানকে হার মানিয়ে এই ঘটনা ঘটেছে। ” তিনি বলেন, প্রতিবেশী বা অন্যরা কীভাবে বিশ্বাস করবে। ঘটনাটি যখন ঘটলো তখন আমরা নিজেরাই মোটে বিশ্বাস করতে পারছিলাম না। পরিসংখ্যানবিদদের মতে প্রতি তিন কোটি জন্মের ক্ষেত্রে এমন একটি ঘটনা ঘটতে পারে।

তবে ব্রিটেনের জমজ ও একাধিক সন্তান প্রসব সংক্রান্ত সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত তারা এমন জন্মলাভের ঘটনা ব্রিটেনের কোথাও ঘটেছে বলে জানেন না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।