আমাদের কথা খুঁজে নিন

   

Vishwaroopam (2013) মুভি রিভিউ

everything is fair in love and war Vishwaroopam (2013) IMDB Rating 9.3 [ http://www.imdb.com/title/tt2199711/ ] My Rating 8.1 ইন্ডিয়াতে লিজেন্ড অভিনেতা আমি দুই জনকে মানি । না অমিতাভ না । রজনীকান্ত আর কামাল হাসান । কামাল হাসান সম্পর্কে যারা জানেন ভাল ভাবেই জানেন । Sadma আর Nayakan (1987) মুভি দেখে তার ফ্যান হয়েছিলাম ।

তার Pushpak মুভি দেখলে বুঝতে পারবেন সে কি মাপের অভিনেতা । যাই হউক এই মুভির একাধারে স্কীনপ্লে,প্রোডিউসার,ডিরেক্টর,হিরো সবই ইনিই । আশা করেছিলাম পুরা লিজেন্ডারি একটা মুভি পাব । রেটিং এর কথায় পরে আসছি । এটা এন্টি টেরোরিজম মুভি বলা যেতে পারে নট এন্টি মুসলিম মুভি ।

এটি ইন্ডিয়াএর কিছু রাজ্য এ নিষিদ্ধ করা হয়েছে কিছু মুসলিম পার্টির জন্য । পুরা মুভির ৯৯% কাজ করা হয়েছে আফগানিস্তানে এবং আমেরিকায় । মুভিতে আফগান আমেরিকা যুদ্ধের অনেট টাচিং সিন আমাকে সত্যি মুগ্ধ করেছে । আর ইন্ডিয়ান মুভির বিচারে এর বাজেট অনেক বেশি এবং একশন সিন সত্যি অসাধারন করেছে । এই মুভিটা মূলত একটা গল্পের শুরু করেছে ... মানে ইনকমপ্লিট কাহিনি ... কারন vishwaroopm 2 ডিসেম্বরে আসছে যা এর সিক্যুয়াল ।

প্লট টা এমন ... আফগান আল-কাইদা ওমর ( Rahul Bose ) এবং তার সহযোগি সেলিম এবং তাদের ইন্টারন্যাশনাল টেরর নেটওয়ার্ক নিউওয়ার্ক সিটিতে সিজিয়াম বোম ব্লাস্ট এর মাস্টার প্লান করে । এদিকে Vishwanath alias Wiz (কামাল হাসান ) নৃত্ত শিক্ষক আর তার স্ত্রী নিরুপমা নিউক্লিয়ার সাইন্টিস্ট । কিন্তু নিরুপমা তার স্বামীর ওপর অতিমাত্রায় ডিপ্রেসড হয়ে সাইকলজিস্ট এর কাছে যায় এবং নিরুপমা তার অফিস বস এর প্রতি দুর্বল হয়ে পড়েছে এটা সাকলজিস্ট কে জানায় । সাইকলজিস্ট এর অনুরোধে নিরুপমা তার স্বামীর এমন ভাল গুনাবলি খুজে বের করার চেস্টা করে যা তাকে তার স্বামীর প্রতি এট্রাকশন আনবে । এখান থেকেই মূলত মুভির মোড় শুরু হয় ।

নিরুপমা জানতে পারে তার স্বামী হিন্দু না মুসলিম :-O এবং তার পরপরই তারা কিডন্যাপ হয় । কেনই বা তারা কিডন্যাপ হল ! কে তাদের কিডন্যাপ করল ! কিডন্যাপ কারিদের সাথে তাদের কি সম্পর্ক !! নিরুপমার স্বামীই বা মুসলিম কেন !! তার স্বামী তার পুর্বের কথা ক্যান তাকে জানাত না !!! অনেক প্রশ্নের উত্তর জানতে হলে মুভিটা দেখতে হবে বস ... পুরা কাহিনি ত পড়েই রইল ... #মুভিতে কোন যায়গায় অনেকের মনে হতে পারে মুসলমানদের টেরর হিসাবে ছোট করা হয়েছে সেটা কিন্তু না । আগেই বলেছি এটা এন্টি টেররিস্ট মুভি নট এন্টি মুসলিম মুভি । # ১ম হাফ এ আমার মনে হয়েছিল কোন বড় চমকপ্রদ কাহিনি হয়ত বিল্ডআপ হতে চলেছে । কিন্তু পরে আমার সেটা মনে হয় নাই ।

হয়ত সিক্যুয়াল বানাবে তাই এটা করেছে । # মুভি খারাপ লাগার অনেক এলিমেন্ট আছে এই মুভিতে । তাই খারাপ লাগতেই পারে । # স্পইলার # সিআইএ এজেন্ট একজন ইন্ডিয়ান মহিলার কাছ থেকে কেন নিউক্লিয়ার বোম সম্প্ররকে সাহায্য নেবে !! যেখানে তাদের নিজেদের এক্সপার্ট রয়েছে !! এটা মুভির একটা ল্যাগ লেগেছে । সিআইএ এত পাগল না ।

এমন ল্যাগ কিছু ব্যাপার মুভিতে আছে । ## ## # এইবার মুভিটার রেটিং সম্পর্কে আসি । কামাল হাসান এই মুভি করার প্লান করেছে অনেক আগে থেকেই এবং মোস্টলি ৩ বছর ধরে কাজ করেছে মুভিটার জন্য । যার ভেতর শুধু মুভি মেকিং না ... ক্রিটিক দের সাথেও কাজ করেছে । আর মুভিটা প্রিমিয়াম হয়েছে ওয়াল্ড ওয়াইল্ড অনেক গুলা ল্যাংগুয়েজে ।

ইন্ডিয়াদের তুলনায় আমার ধারনা এই হাই রেটিং এর জন্য দায়ি ইউরোপ আমেরিকার দর্শকরা । কারন ইন্ডিয়াতে অনেক এলাকায় এই মুভি এখনো ব্যান । আমার মতে এটা অভাররেটেড মুভি । তবে ইন্ডিয়ান মুভির তুলনায় সত্যি ইন্টারন্যাশনাল লেবেলের মুভি এটা । মুভিটা হলিউডে হলে বা সেখানে কামাল হাসান থাকলে আসলে অনেক কিছু হতে পারত ।

ডাউনলোড লিঙ্ক # Click This Link # Click This Link [link|https://dl.dropboxusercontent.com/u/81113789/Vishwaroopam - DVDRip - XviD - 1CDRip - [By Rafee].srt|সাবটাইটেল] [link|http://thepiratebay.se/torrent/8355154/Vishwaroopam_-_DVDRip_-_XviD_-_1CDRip_-_[DDR]|টরেন্ট ( উইথ ইংলিশ সাব )]  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.