আমাদের কথা খুঁজে নিন

   

সেই লোকটি

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে লিখতে যে চাই ভেবে না পাই কোনটা দিয়ে শুরু করি এত্তো রকম কথা আছে কোনটা রেখে কোনটা ধরি আচ্ছা ধরো শেয়ার বাজার লুটপাটের এই ব্যাবসাখানা জানি জানি সবার মত তোমারও তা আছে জানা কত্তো জনের সঞ্চিত ধন অল্প ক’জন নিলো কেড়ে এসব নিয়ে কেউ তো পথে গাইলো না গান গলা ছেড়ে সবায় যখন মিনমিনে বা চুপ তাকে মনে পড়ছে যে আজ খুব। এই যে দেশে ক্রশফায়ারে বিচার বর্হিভূত ধারায় লিমনেরা পঙ্গু এবং কত্তো সফি খুন হয়ে যায় লাশ হয়ে যায় চঞ্চলেরা নদীর জলে ভাসতে থাকে চ্যানেল জুড়ে টকশো ক’রে বুদ্ধিজীবি কাশতে থাকে খুন হয়েছে সাগর রুণী ব্যক্তিগত শোবার ঘরে উন্নয়নের গলাবাজি মন্ত্রী তবু রাখছে ধরে এসব নিয়ে সবায় যখন মিনমিনে বা চুপ তাকে মনে পড়ছে যে আজ খুব। এই যে দেশের কয়লাখনি কিংবা গ্যাসের কথাই ধরো বিদেশীদের স্বার্থ দেখা রাস্ট্রণীতি কেমনতরো! কেমনতরো নিজের দেশের রাস্তা যখন ভাঙ্গাচোরা সেই রাস্তায় ছোটাতে চায় ট্রানজিটেরই পাগলা ঘোড়া শুকায় যখন দেশের নদী হাওড় বাওড় যখন কাঁদে বিক্ষুব্ধ কবিতা কই টিপাইবাধের প্রতিবাদে? এসব নিয়ে সবায় যখন মিনমিনে বা চুপ তাকে মনে পড়ছে যে আজ খুব। সেই লোকটি থাকলে বেঁচে উঠতো দারুণ রেগে সূর্য জেগে ওঠার আগেই উঠতো যে সে জেগে বিদ্রোহ আর বিক্ষোভেতে উঠতো জেগে বীর প্রতিবাদে প্রতিরোধে উন্নত তাঁর শিঁর জানি জানি বুঝে গেছো একটুও নেই ভুল সেই লোকটি কবি কাজি বিদ্রোহী নজরুল হ্যা হ্যা সেই লোকটি কবি কাজি বিদ্রোহী নজরুল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।