আমাদের কথা খুঁজে নিন

   

ভীমরুলের কামড় !

+ ভীমরুল হলো বোলতার মতো এক প্রকারের পতঙ্গ। কিছু কিছু প্রজাতির ভীমরুল দৈর্ঘ্যে ৫৫ মিমি. পর্যন্ত হতে পারে। ভীমরুল জাতীয় পতঙ্গরা Vespa গণের অন্তর্গত। ভীমরুলের কামড়ের ঘল্প অনেক শুনেছি? কিন্তু এর কামড় শ্বিকার কখনো হয়নি। হঠাৎ করে কোথায় থেকে এস কামড় দিল ।

তেমন কিছুই বোঝলাম । বোঝলাম কয়েক ঘন্টা পরে । শরীর ফুলে কলা গাছ আর অসহ্য ব্যাথা । অপারক হয়ে ডাক্তারের পরামর্শ নিলাম । ডাকার প্রথমে দিল Roxadex Injection, High Antiobotic ()Zimax. Pain Killar. আমি অবাক ভামরুলের কামড়ে ইনজেকশন ।

ডাক্তার বলল এর ভরাবহতা মারাত্বক হতে পারে আর বিষক্রিয়া ভরাবহ হতে পারে। আর চিকিৎসা না নিলে জ্বর ও ব্যাথা কয়েক দিন থাকবে। চিকিৎসা নেয়ার পর এখন বেশ ভাল আছি । কিন্তু এর কাহিনী মনে থাকবে অনেক দিন?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।