আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কমেন্ট লাস্ট দুই দিনে -- যাদের যাদের করেছি নাম নিলে ফ্রিতে আবার বকা খাইতে পারি তাই চুপ মারলাম !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! মাপ দিয়েন গো যাদের জালাই সারা দিন --মাথা খারাপ কখন কি কই ইয়াদ থাকে না -- ১) সুন্দরী মাইয়া সে আমায় বলে তুমি কে ? ক্যামনে বলি ভালা পাই শুধু বলে আজ যাই ... আহাঃ কি যে বলে ঢং করে চলে .. কথা কইলে গায়ে যেনো পড়ে ফোস্কা ভাব এমন যে হেতে নায়িকা আনুশকা ২) মম চিত্তে মনও নৃত্তে নেংটু ফেংটু জম্মদিনের পোশাকে ক্ষীত্তে বড় সুন্দর লাগতো জমে দই দই সাথে খৈ খৈ পার্টি চাই চাই ...তবো সবাই জয় জয় হবে না ক্ষয় ক্ষয় হাজার বছর বাচবে তরুন সাজে সাজবে =================== শুভ জম্মদিন এ কোন এক ব্লগার ভাই এর উদ্দ্যেশ্য লিখেছিলাম --- ৩) মিষ্টি কই কই হুদা মুখে শুভেচ্ছা নাই নাই দই চিড়া খৈ যদি তাও না কুলায় তবে আর কি করি ... হুদা মুখে বিদায় লই তবো আর ঢুকিবো না কবু মিষ্টি চাই মিষ্টি চাই মিষ্টি ছাড়া কথা নাই আগে মিষ্টি তারপর বার্তা -শুভেচ্ছার বাণী শুনিতেও লাগিবে খাসাঃ বলিবেন দাদা কি বলেছেন কথা খানি ... যান তবে ...মিষ্টির খোজেঁ দি সার্চ সফল হোক - গুগুলে পেইজে ৪) স্বপ্নময় যদি হয় ক্ষয় তখনও কি নেই ভয় কি বলেন এইসব বড় রা বলে কি তবে সব ভুলেছেন কবে ... ইহাও কি উচিত ... মনোমতো যা আসে তাহাই বলে যাই ... এসব অনুচিত অনুচিত স্বপ্ন কি নিশাচর ? তবে যাই আমিও খাই পেট যদি ভড়ে চাদেঁ আলোতে তবে কি ঘুমাতে যাবো বিকালে না না একটু পর সকাল হলো বলে ......... ৫) কাব্য রচনা সামুতেই কি সূচনা ? যদিও কথা কহিতে মুই ঢুকিয়াছিলুম আপনার ব্লগে ...... আপনার ছবি দেহি না পারি সহিতে অতঃপর ছবি দেই কহি আপু এনি কোন দেশি নায়িকা যদি বলেন খুশি হবো শুনিয়া ... প্রায় দেহি ফেইসবুকে প্রোফাইলে জুলে ...... আইজ প্রত্থম দেখিলাম ব্লগেও এই ছবি দিয়ে নিক খুলে ...... কি বলছি ...ঠিক কিনা ... রানী মসাই ? ( পুনশ্চ এই লেখার জন্য বেপুয়াক ধমক খাইছি --এখনও খাইতে পারি তবে মাথা খারাপ ত তাই ক্ষ্যামা আগে চাই -- ) ৬) আপনি নারী না পুরুষ তাতে কি যায় বা আসে ব্লগার আপনি তাতেই হবে ... শুধু কৌতুহল জেগেছিল বটে ...ঐ ছবি কার হবে ... দেখিয়াছি শুয়াছি অনেক কিছু অনেকেই ছুটে অনেকের পিছু সত্যি বলতে দ্বিধা নাই ছবি দেখে ঢুকেছিলুম ... যদি পাই যদি পাই ... খেলুম বকা সেইকি ধোকাঁ ওরে বাবা পালা পালা আর একটু হইলে দিবে গলা ধাক্কাঁ ... ( এইডা আফটা ইফেক্ট মানে বকা খাওয়ার পড়ে হাহাহাহা বিদ্রঃ বকা না ধমক শব্দ মনে হইবে ) ৭) যা বলেছেন খাসা মনে পেলুম একটু খানি আশা -- ভুল-টুল হলেও পাওয়া যায় ক্ষ্যামা আমার নামে অভিযোগ একি শুনি ওমা ............ আমার মস্তিস্কের কেন পিছু বিকার হলেও মাঝে মাঝে সতেজ তাজা বার হয় কবতেক বা যা তা কিছু ভালোবাসি বলে ছি কি মনে পড়ে না না তার আগেই চটে গিয়ে বলে ফেললেন সর না ... আমি কি গিয়েছুলুম কাছে ? তার আগেই এতো কিছু - তোমার কাছে বিচার অবশেষে এসে ... অতি চমৎকার অতিব সুন্দর আমি বারবার প্রতিবার করিতে পারি এই বাংলার কদর ... ফুটিয়া উঠিয়াছে এতে সহজ সরম মনে ফুল তুলিতেছে ...... ( এইডার জন্যও ধমক ফ্রি খাইছি -তয় মাইন্ড খাই নাই ) ৮) মানে কি হেডফোন ভাই ? আমার কানে হেডফোন নাই তাই কিছু বুজি নাইকা এই রখম অংক শিখতে আইসি নাই তাই বাই বাই এখন যাইগা বিদ্রঃ যাগো মনে হইতাছে পাতা হুদাই নষ্ট করছি -তাদের অবগতি জন্য জানানো যাইতাছে কাম না থাকলে অকাম করবার মুঞ্চায় -- মাথা ঠিক নাই তাই কখন কি করি ঠিক নাই -- নিজ দায়িত্ব নিয়ে পড়বেন --গায়ে আগুনের ফোসকা পড়ার মতো জ্বলে আবারও নিজ দায়িত্ব নিয়ে গায়ে পানি ঢেলে আসুন তবু মুখ খারাপ করবেন না  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.