আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরের উপনির্বাচন , নির্বাচন কমিসনের নতুন নিয়ম ভাঙ্গার জন্য ক্ষমতাসীনরা প্রস্তুত

sada বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দিন এর মেয়ে সিমিন গাজীপুর উপনির্বাচনে দারাছে তার অন্যতম প্রতিদন্ধী তার চাচা (আওমীলীগহতে বহিস্কৃত) তার বিরুদ্ধে অভিযোগে করেন তিনি নাকি আওমীলিগ এর সাথে সম্পৃক্ত নন নির্বাচনের নতুন নিয়ম অনুযায়ী পার্থীকে ৩ বসর দলের সাথে সম্পৃক্ত থাকতে হবে অন্নদিকে মাহবুবুল আলম হানিফ বলেন সিমিন এর আওমীলিগ এর সাথে সম্পৃক্ততা নতুন করে প্রমান করার কিসু নাই এদিকে সিমিন নির্বাচনী প্রচারনায় বলেসেন তার মন্ত্রী হবার কোনো ইচছা নাই(পাস করার আগেই এই চিন্তা তার মাথায় ঢুকসে মনে হয় সুরঞ্জিতের মিিডয়ার মারফতে মন্ত্রী হওয়ার ও দপ্তরবিহীন হওয়ার কাহিনী এর কথা তার মনে পরে) সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি জাতির মনে প্রশ্ন জাগে কেন সোহেল তাজ পদত্যাগ করলো এবং রাজনীতির সাথে কোনো সমপিক্ততার প্রমান না থাকলেও সিমিন আওমীলীগের পার্থিতা পায় (সে কিনা আবার পাশ করার আগে দিবা সপ্ন দেকতেসে মন্ত্রী হবো কি হবনা অবশ্য তার আর কি দোস রাজনীতির সাথে কোনো সমপিক্ততার না থাকার পরও সে আওমীলীগ তাকে পার্থী বানায়সে সে তো সপ্ন দেখবয়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.