আমাদের কথা খুঁজে নিন

   

অবসর শেষে

কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে............... কয়েকদিনের অবসরের শেষে আবারো কর্মব্যস্ত নগরীর দিকে ছুটছি আবারো ক্লান্তি আসবে, আসবে কাতরতা স্মৃতিপটে পা রেখে আবারো হাঁঠছি। হাজারো মানুষের ভিড়ে, হাজারো পথিকের দলে আবারো খুঁজবো তোমাকে আবারো ভেতরের অবুঝ পাখিট মা, মা বলে ডাকবে তোমাকে। এই কয়েকদিনের অবসরের-সংযমের দিনগুলিতে শ্রাবন্তী, প্রিয়ন্তী আর বিলালের- ভাঙ্গা-ভাঙ্গা কথাগুলোকে, আবার মনে পড়বে গোধূলীর ঐ চাঁদের হাতছানি। এই কয়েকদিনের ক্লান্তিহীন চঞ্চল মূহুর্তের তোমার চোখের চাহনীতে যে বাক্য পড়েছি তাকেই সম্বল করে লিখব অনেক অবেলার শালিকের গীতকাব্যের মত। আবারো নিতান্ত অবুঝের মত নিজের সাথে অনেক গল্প হবে তারুণ্যের উচ্ছাসে অনেক আড্ডা হবে তবুও নির্ঘুম জোনাকির মত তোমায় মনে রবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।