আমাদের কথা খুঁজে নিন

   

জাত পাতের এত বিচার কেন????

সব লোকে কয় লালন কি জাত সংসারে -লালন সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। । কেউ মালায় কেউ তসবি গলে, তাইতে যে জাত ভিন্ন বলে। যাওয়া কিম্বা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কার রে।

। যদি ছুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান? বামন চিনি পৈতা প্রমাণ, বামনী চিনি কিসে রে। । জগৎ বেড়ে জাতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সে জাতের ফাতা ঘুচিয়াছে সাধ বাজারে।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।