আমাদের কথা খুঁজে নিন

   

ঃ প্রজাপতি : -

প্রজাপতি সিনেমাটার অনেক নাম শুনেছিলাম তাই আজ দেখলাম প্রায় দুই ঘণ্টা সময় নষ্ট করে । আমার দুই প্রিয় অভিনেতা জাহিদ হাসান আর মশাররফ করিম বলে মনযোগ সহকারেই দেখেছিলাম । ছবির গল্পের শুরুতা টা ভালই লেগেছিল । গল্পটা গতানুগতিক বাংলা সিনেমা থেকে ভাল । একটু ভিন্নতা আছে ।

তবে মাঝপথে বউ বিক্রির ব্যাপারটা আমার কাছে পুরনো , কাল্পনিক , হাস্যকর এবং বর্তমান সামাজের সাথে বেমানান মনে হয়েছে । গল্পের এক জায়গায় দেখান হয়েছে জাহিদ হাসানের বউ তার জুয়া খেলার টাকা যোগায় এবং ভাল চাকরি করে । এরকম একজন মেয়েকে স্বামী বিক্রি করে দিলেই আর এক পুরুষের সাথে চলে যাবে এমনটা ত হাস্যকর । গল্পকার বিষয়টা অন্য ভাবেও সাজাতে পারত । তাতে গল্পের বাস্তবতা আরও বাড়ত ।

জাহিদ হাসান ও মশাররফ করিম এর অভিনয় সাবলীল ছিল । কিছু কিছু জায়গায় মৌসুমি কে সাবলীল মনে না হলেও ভাল করেছে । এরকম ছবি দেখার প্রত্যাশায় আছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।