আমাদের কথা খুঁজে নিন

   

বই পড়া

হঠাৎ করেই বই পড়ার নেশা চেপে বসল। যদিও বই পড়েছি কম। স্কুলে থাকতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম। তখন অনেক বই পড়েছি। রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়তেই বেশি ভাল লাগে।

আর এই ক্ষেত্রে প্রথম পছন্দ ফেলুদা। যখনই পেয়েছি গোগ্রাসে গিলেছি। আর ভাল লাগতো কোনান ডয়েল এর শার্লক হোমস। প্রবীন ও প্রাচীন লেখকদের মধ্যে আমার শরৎচন্দ্রকে বেশ ভাল লাগে। তার কিছু উপন্যাস পড়েছি উচ্চমাধ্যমিকে থাকার সময়।

রবীন্দ্রনাথ তেমন পড়া হয়নি, শুধু কিছু ছোট গল্প ছাড়া। আসলে সাধুরীতিতে পড়তে তেমন একটা সাচ্ছন্দ্য বোধ করি না। তবে বঙ্কিমচন্দ্রের "দূর্গেশনন্দীনি"র কথা আমার মনে থাকবে অনেক দিন। সাধুরীতিতে রচিত হলেও আমার অনেক প্রিয় একটি উপন্যাস। বিশ্ববিদ্যালয়ে উঠার পর পড়েছি সমরেশের রচনা।

অনেক সাবলিল লেখা তার। আমার বেশ ভাল লেগেছিল, এখনো লাগে। এখন মুক্তিযুদ্ধের বই পড়ছি। পড়ছি আর ভাবছি, ইস যদি মুক্তিযুদ্ধ করতে পারতাম। যখন বিভিন্ন অপারেশনের কাহিনী পড়ি তখন শিরদারা দিয়ে ঠান্ডা রক্তের শ্রোত বইতে শুরু করে।

রাজাকারদের জন্য জন্মে ঘৃনা আর মুক্তিযোদ্ধাদের জন্য শ্রদ্ধা আর ভালবাসা। জানি সবারই এইরকমই হয়। মুক্তিযুদ্ধের উপর রচিত বই, উপন্যাস ও আরও যত ধরনের রচনা আছে তার নামগুলো কি দিতে পারবেন প্রিয় ব্লগাররা? আমার ইচ্ছা এই ধরনের যত বই আছে সব সংগ্রহে রেখে বিশাল এক সংগ্রহশালা বানাবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।