আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় একজন ব্লগারের সাথে কিছুক্ষণ .....

ভাম বিড়াল হয়ে জন্মেছি এটা আমার গৌরব, মানুষ হলেই জীবনটা খাওয়া, শোয়া, (এবং আরও কিছু গোপনীয় বিষয়) এর মধ্যেই সীমাবদ্ধ থাকত, কিন্তু ভাম বিড়াল হয়ে জন্মানোয় আমার জীবন মানুষের থেকে অনেক বিস্তৃত, অনেক ব্যাপক, মানুষের ধরাছোঁয়ার বাইরে। সামু বলগে যাঁর অভিভাবকসুলভ তত্বাবধানে আমার ব্লগীয় জীবন পরিচালিত হচ্ছে, যাঁর কোয়ালিটি ব্লগিং দেখে আমি ব্লগিং করা শুরু করেছি, সেই বিখ্যাত ব্লগার রাজদরবার এর সাথে মুখোমুখি দেখা করতে পারব সেকথা আগে ভাবিনি। ওনার বিখ্যাত পোস্টসমূহের মধ্যে আমার ফেভারিট পোছটগুলি হলো - আয়ুর্বেদীয় ঔষধে গোমূত্রের ব্যবহার আছে কিনা তা সেবনের আগে জেনে নিন টিউমার অপসারণে গোবর! বর্তমান পৃথিবীতে যুদ্ধ, ক্ষুধা, মহামারী, প্রাকৃতিক দুর্যোগে যত লোক মারা যায়, তার চেয়ে অনেক বেশি মেয়েশিশুকে হত্যা করা হয় ভারতে দ্য হিন্দু’র খবর : ভারতে চলছে কোটি কোটি ডলারের ‘গর্ভ ভাড়া’র রমরমা ব্যবসা যাহোক, আমার এই প্রিয় ব্যক্তিত্ত্বের সাথে একটি কফিশপে বসে একসাথে কফি খেতে খেতে একান্ত কৌতুহলবশে তাঁকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। এমন একটি জীবের সম্পর্কে জানতে কার না ইচ্ছা করে বলুন। আমাদের সেই কথোপকথন সাজিয়ে দিলাম আপনাদেরই জন্য।

ভাম: আচ্ছা রাজদরবার, আপনার এই বিপ্লবী ব্লগিং ধারার পিছনে কার বা কিসের অনুপ্রেরণা কাজ করছে? রা.বার: আমি ছোটবেলা থেকেই মালুশুয়োরদের দুর্নীতি দেখতে দেখতে বড়ো হয়েছি কতো সাধ ছিল দেশকে মালাউন মুক্ত করব। গোবরজলে ডুবে থাকা দেশটাকে ছহীহ পন্থায় পরিচালিত হতে দেখব রাজারবাগ দরবার শরীফের মুরীদদের হাতে। এই কাফেরপূর্ণ দেশে সে স্বপ্ন আমার অপূর্ণ রয়ে গেলো ভাম: মালাউনদের উপর আপনার এতো রাগ কেন? রা.বার: মালুদের উৎপত্তি কিভাবে হয়েছিলো জানেন? না জানলে জেনে নিন। মুসলিম বিজ্ঞানীরা অসভ্য প্যাগান ধর্মাবলম্বীদের মধ্যে হাইব্রিড করে মুমিন ম্যানুফ্যাকচার করার চেষ্টা চালাচ্ছিলেন। সামান্য টেকনিক্যাল ভুলে সেখান থেকেই উৎপন্ন হল গোমূত্র সেবনকারী জাতি হিন্দু মালুদের।

মুসলিম দেশগুলি থেকে লাথি খেয়ে খোঁয়াড় হারিয়ে অসভ্য মালুগুলো বাংলাদেশে এসে বসবাস শুরু করে। নর্দমার কীটগুলো নিজেদের মুসলিমদের সমকক্ষ ভাবতে শুরু করে। এদের জন্য ঘৃণা ছাড়া আর কি থাকবে বলতে পারেন? ভাম: এতো গেল হিন্দুদের কথা। বাউলদের সম্পর্কে আপনার মতামত কি? তারা তো বোধহয় ইসলাম থেকেই এসেছিলো। রা.বার বাউলদের সম্পর্কে আমি আগে একটা কমেন্টে বলেছি।

ওরা প্রেমভাজা খায়। এতে মল, মূত্র, বীর্য ও মেয়েদের রজ: থাকে। বিস্তারিত জানতে আমারব্লগে আমার আনরেজিস্টার্ড ভ্রাতার দেওয়া পোস্টটি পড়ে দেখতে পারেন । ভাম: আইব্বাস! এতো তথ্য আপনি কোত্থেকে পেলেন? রা.বার: আমি জানবো না তো কি আপনি জানবেন? তিন বছর ধরে এক বাউলের প্রাইভেট গেলমানগিরি করেছি, এখনো আমার পশ্চাতে তার চিহ্ন আছে। দেখবেন? ভাম: ইয়ে... না থাক।

আচ্ছা একটা কথা বলুন, অনেকে বলেন রাজারবাগ শরীফের মুরিদরা নাকি হাঁটুতে ঘিলু নিয়ে ঘোরে। কথাটা সত্যি নাকি? রা.বার: নাহ, লিঙ্গউপাসক বিধর্মী কীট মালুদের মত আমাদের ঘিলু বলে কিছু নেই। ওসব নোংরা জিনিস রাজারবাগী মুসলিমরা ধারণ করেনা। ওসব ছাড়াই তো দিব্যি চলে যাচ্ছে। ভাম: তা বেশ, তা বেশ।

আচ্ছা আপনার বিরূদ্ধে অনেকের অভিযোগ আপনি নাকি প্রচুর গালি দেন? কিভাবে এই অভিযোগকে আপনি ডিফেন্ড করবেন? রা.বার কোন মালু**য়োরের বা* এই কথা বলে? তার মায়ের *** আমি ** *রি ***** *** **** ...... ভাম: ঠিকাছে ঠিকাছে, মাথা গরম করবেন না, মাথা ঠাণ্ডা করুন। মাথা গরম করলে তো আবার আপনি ** ধরে রাখতে পারেন না। তারপর বাড়ি গিয়ে পার্ফরমেন্স ভালো না হলে ভাবিসাবের হাতে পুন্দানি খেতে হবে। সুতরাং ... রা.বার: (খুক খুক করে কেশে নিয়ে ...) হ্যাঁ, বলুন। ভাম: এবার আপনার কালচারাল দিকগুলোর সাথে একটু পরিচিত হতে চাই।

কবিতা টবিতা পড়ার প্রতি ঝোঁক আছে? রবীন্দ্রনাথ, নজরুল পড়েন? রা.বার: রাজারবাগী পীর উনার মুরিদরা কখনো মালুকবি বা মালু মনোভাবাপন্ন কবিদের লেখা পড়েন না। নজরুলের কবিতায় দুশ্চরিত্র হিন্দু দেবতা কৃষ্ণের কথা আছে, ঐ গানটা শুনেছেন? "তিমির-বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারী আগত ঐ টুটিয়া আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী। । " দেখছেন? দুশ্চরিত্র লম্পট মা*বাজ প্যাগান দেবতা কৃষ্ণের নাম আছে!!! ধুতিপরিহিত কবির এই অসভ্যতা আর সহ্য হয়না! ভাম: (গানটা গুনগুন করতে করতে বিড়বিড় করে বলি ...) তুই নজরুলের গান বুঝলে তো হয়েইছিল!! রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু। রা.বার: কিছু বলছেন? ভাম: না না, আপনি বলুন কি বলছিলেন।

রা.বার: হ্যাঁ, যা বলছিলাম। তবে আমরা একেবারে অসামাজিক নই। আমরাও কাব্যচর্চা করি। এই কবিতাটা শুনুন - জান্নাতে একদিন নূরানী হাওয়া উড়াবে কিছু সোনালি পাতা মোরা মুরিদানেরা বসে ক্বদমতলে ভাববো শুধু তিনি খোদার রহমত পরমও পাওয়া তাঁর অনেক লক্বব খোদারই দাওয়া তিনি নূরেরই দূত রসূলী মেওয়া। দীদারে রসূল হবে, হবে খোদারও দীদার নিয়ামতে অফুরানে অসীম অপার উম্মত হবে বেমেছাল শুকর গুজার শীতল ছায়ায় বসে তাঁরই ছোহবতে কেটে যাবে সময়ের নূরী সাম্পানে তাঁর মাক্বাম সদাই বাড়ে ওয়ারা আল ওয়ারা।

এটা আল্লামা ছুফী ডাঃ মুহম্মদ রাশেদুল আবেদীনের লেখা। বলুন কেমন লাগলো? ভাম: (বিড়বিড় করে ...) নজরুল আর আল্লামা ছুফী ডা: মু.রা.আ, যেন চাঁদ আর পোঁ* রা.বার: কি ব্যাপার, আবার কি বিড়বিড় করেন? ভাম: ও কিছু না। আচ্ছা, মালু প্রজাতির জীবেদের তো অনেক বকাঝকা করলেন। তা এদের মুক্তির উপায়টাও বলুন। রা.বার: হ্যাঁ, এই নীচ জীবদের আশ্রয় দেওয়ার জন্য আমরা সর্বদাইম প্রস্তুত।

এখনো সময় আছে, মালুদের কাছে আহ্বান করছি, তারা অবিলম্বে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত। ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ'যম, হজ্জাতুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, মাওলানা হযরত ইমাম সাইয়্যিদ মুহম্মদ দিল্লুর রহমান আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী ( মুদ্দা জিল্লুহুল আলী) মুর্শিদ ক্বিবলা উনার কাছে একটি পবিত্র খাসীসহ আত্মসমর্পণ করুন। ভাম: ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। ইয়ে, একটা কথা, কফিটা কেমন লাগলো। রা.বার: দারুণ লাগলো।

দোকানটা চিনে রাখলাম। মাঝে মাঝে আসতে হবে। ভাম: কফি যে বানিয়েছে সেই কর্মচারীর নাম কিন্তু অরূপ বিশ্বাস, আমার পরিচিত। রা.বার: বলেন কি? নাউজুবিল্লাহ! ওয়্যাক থু! [... বমি টানতে টানতে ব্যস্তভাবে উঠে চলে গেলেন। অত:পর তাঁর কফির পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম তলানিটুকুও অবশিষ্ট নেই।

] ডিসক্লেইমার: মানুষ কোনওদিন খারাপ হয়না, খারাপ হয় মানুষের চিন্তাধারা। আমার কোনও সহব্লগারের চিন্তাধারা যতই ন্যক্কারজনক হউক না কেন, তাঁর ভিতরের "self" টিকে আমি সবসময়ই সম্মান করি। তাই এই রম্য লেখাটিতে তাঁর সমালোচনা করার জন্য ব্লগার রাজদরবার এর কাছে দু:খপ্রকাশ করছি। যে মডু ডিলিট বাটনটিতে ক্লিক করতে যাচ্ছেন তাঁর কাছে বক্তব্য, স্যাটায়ার লেখা আর নগ্ন আক্রমণের পার্থক্যটা ভেবে দেখুন। পৃথিবীর সর্বত্র স্যাটায়ার বিষয়টি মূলধারার সাহিত্য হিসাবে স্বীকৃত।

একটু সহনশীলতা নাহয় দেখালেনই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.