আমাদের কথা খুঁজে নিন

   

অসি মোকাবিলার আগে আফ্রিদি

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটীয় পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে পাকিস্তানি ক্রিকেটারদের। এই বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটিতে কিছুটা হয়তো এগিয়েই থাকবে মিসবাহ বাহিনী। তবে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয়ের জন্য পুরো দলকেই একসঙ্গে ভালো পারফরম্যান্স দেখাতে হবে বলে স্মরণ করিয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের মাঝপথ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটির জন্য সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন শহীদ আফ্রিদি।

আর এইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি জয়ের বেশ ভালো সুযোগ পাকিস্তানের সামনে এসেছে বলে মন্তব্য করেছেন এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া একটা বিশ্বমানের দল। কিন্তু আমরা এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে তাদের তুলনায় বেশি পরিচিত। আমাদের এখন এই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে হবে। আমাদের টি-টোয়েন্টি দলটাও বেশ ভালো।

আর যদি আমরা যত্নশীলভাবে খেলতে পারি, তাহলে নিশ্চয়ই এই সিরিজটাও জিততে পারব। ’ সম্প্রতি শ্রীলঙ্কান ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতাটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটিতে কাজে লাগবে বলেও মনে করছেন আফ্রিদি। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে নিজের পারফরম্যান্সও যে অনেক ভালো হতে হবে, সে সম্পর্কেও সজাগ আছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে এই সিরিজে আমার ভালো পারফরম্যান্স দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি সে ব্যাপারে সচেতন আছি।

আশা করছি আমি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারব। ’ —ইএসপিএন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।