আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী:আসুন...কথা বলি

হঠাৎ শুন্যতা ................... রাজশাহী এখনও একটি শিক্ষা শহর। এই শান্ত শহরটিতে নেই তেমন কোন কর্ম সংস্থানের উদ্যোগ। গ্যাস নেই বলে ভারি শিল্প নেই, আবার অপ্রতুল বিদ্যুৎ সর্বরাহের কারনে পাবনা কিংবা বগুড়ার মতো হাল্কা যান্ত্রিক শিল্প বা ফাউন্ড্রি শিল্প গড়ে উঠে নাই। কিন্তু চিরকালই কি এই ভাবেই থেকে যাবে রাজশাহী? আমার মতে যেহেতু শিক্ষা শহর এবং শিল্পের সহযোগী নিয়ামক গুলোর অপ্রতুলতা রয়েছে তাই রাজশাহীকে বরং ঞ্জ্যান ভিত্তিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা যেতে পারে। সফটওয়ার শিল্প, মিডিয়া (আজ এটি একটি বানিজ্যের ক্ষেত্র বটে), সু-উচ্চ শিক্ষা ব্যাবস্থা, পর্যটন শিল্প ইত্যাদী হতে পারে এই অঞ্চলের নতুন ব্যাসায় ক্ষেত্র। এই বিষয়ে রাজশাহীতে স্থাই ভাবে থাকতে ইচ্ছুক তরুন-যুবকরা কি ভাবছেন? আসুন না আলোচনা করি। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।