আমাদের কথা খুঁজে নিন

   

চিরসবুজ-৩

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম আজ লিখতে বসেছি কবিতা আমি তোমায় নিয়ে কি লেখব এই তুচ্ছ আমি তোমাকে নিয়ে আকাশ যেমন তার স্থূল বুকে ঠাই দেয় কিছু তুচ্ছ তাঁরা আমি ঠিক সেই তুচ্ছ তাঁরা এক দীন পথহারা তুমি এক উজ্জ্বল নক্ষত্র ঐ আকাশের বুকে আমার মত তুচ্ছ কি আর লিখতে পারি তোমায় নিয়ে হে চিরসবুজ, তুমি সুন্দর সাদা, লাল, নীল গোলাপের চেয়েও তুমি সুন্দর আজ নীল আকাশে এই মুহূর্তে উড়ছে কিছু পাখি সেই পাখির ভিড়ে আমি শূন্য মানুষ আঁকি আমি বসে আছি এখন ঐ পাহাড়ের চূড়ায় দেখেছি নির্মল প্রকৃতিকে একটু পরে নেমে এসেছি মরুতলে হাঁটছি এদিক-ওদিক ঘাসের খরাতলে মন ছিল বিষণ্ণতায় ভরা এক খরা হৃদয়ে ছিল কালো মেঘের বৃষ্টির রক্তখরা সৌন্দর্য ফুটানো যেমন শিশিরের ধর্ম ঘাসও তেমনি শিশির রাখতে চায় অবিরত দেখছিলাম শিশিরের জন্য কত মায়া এই ঘাসের দিগন্ত দেখছি আর ভাবছি, ভাবছি আর দেখছি হঠাৎ চোখে পড়ল দূরে একটি সবুজ গোলাপ কাছে গিয়ে দেখি সদ্য ফুটন্ত সবুজ গোলাপ তুমি কোলে তুলে নিয়ে, ভেবে তার নাম দিলাম চিরসবুজ শুভ জন্মদিন, শুভ জন্মদিন এই কথা হোক চির অমলিন তুমি তোমার হৃদয়শক্তি দিয়ে উজ্জীবিত করবে মানবতাকে তুমি তোমার কথা দিয়ে ফুটিয়ে তুলবে দেশকে তুমি তোমার আত্মবিশ্বাস দিয়ে জয় করবে অজয়কে স্পর্শ দিয়ে তুমি জয় করবে অস্পর্শকে সত্য তুমি, সুন্দর তুমি এই ধরনী পৃষ্ঠে হে চিরসবুজ, শুভ জন্মদিন, শুভ জন্মদিন ছন্দহারার ছন্দ তুমি মৃত্তিকার শক্তি তুমি ছায়াপথের স্পষ্ট তুমি নীলিমার নীল তুমি চাঁদনীরাতে রোদ্রু খেলা, আমার গানের শিউলিতলা রাত্রিকার ক্ষুদ্র কায়া, তা নিয়েই আলোছায়া আমার লেখা যত কবিতা কবির কাছে তা শুধুই অহমিকা কাব্যিকের কাব্য তুমি কথিকের কথা তুমি সৃষ্টির শ্রেষ্ঠ তুমি যদি জানতে চাও কেন দিয়েছি তোমার নাম চিরসবুজ ? কারন আছে অনেক, তবে বলছি তরুনকে বলা হয় সবুজ নতুনকে বলা হয় সবুজ সূর্যের তৃপ্ত মায়াকে বলা হয় সবুজ দুখের পরিসমাপ্তিতে আসে সবুজ দিন আলোকময় দিন মানে সবুজ ছায়ার প্রধান হল সবুজ গাছের সৌন্দর্য হল সবুজ প্রকৃতির রং সবুজ সৌন্দর্যের রং সবুজ আশাহীনের আশা সবুজ আমি তোমাকে আমার হৃদয়ের আশ্রয় হিসেবে পেয়েছি তাই তুমি চিরসবুজ হে চিরসবুজ, আমি দেখেছি তোমায় ঐ দূর থেকে আমি পাই নি তোমার হাসি কোন ফুল-পাপড়ির কোনে শুনি নি তোমার হাসির শব্দ কোন ঝর্নাধারার মনে তুমি সুন্দর, মেঘ কবিতার চেয়েও তুমি সুন্দর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।