আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-জামাতের এক হালি চ্যাঙ টাকি মাছ নিয়ে এত লাফালাফির কিছুই নাই। এই দিনই দিন না,আরও দিন আছ................

বিএনপি-জামাতের এক হালি চ্যাঙ টাকি মাছ নিয়ে এত লাফালাফির কিছুই নাই। এই দিনই দিন না,আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে! বিএনপি-জামাত ক্ষমতায় এসে খুনিদের বাঁচাতে চাইলে আমার আবার আওয়ামী লীগই করতে হবে দেখছি। কমরেড মুজিব,লাল সালাম। দেশের নির্বাচনী হাওয়ার বাইরের ‘আমজনতা’ আমি।

সারা বছরে ভোটাভুটির এই একদিন ক্ষমতা চর্চার এই ‘সিল চাপ্পারের পলিটিক্স’ আমার একদমই ভালো লাগে না। তাই রানা প্লাজার গণহত্যার পর আজকেই প্রথম দেশের চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল জানতে টিভির রিমোট কয়েক সেকেন্ডের জন্য অন করলাম। রাতে কয়েক মিনিট পত্রিকা পড়া হলে হতেও পারে। কিন্তু সমস্যা নেই। জীবনে কারখানায় চাকরি না করেও যেমন‘বড় শ্রমিক’ নেতা হওয়া যায়,তেমনি রাজনীতি না করে ‘রাজনীতি বিশেষজ্ঞ’ হওয়া যায় এ দেশে।

সব সম্ভবের দেশে তাই আমিও একটা ফাউ ফাউ চান্স নিচ্ছি আর কি। যদি লাইগা যায়। (১) এখন পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে যে,সরকার সমর্থিত প্রার্থী চারটিতেই হেরে যাচ্ছে। তাই বিএনপি-জামাত পন্থী রাজনীতিক বিশেষজ্ঞরা বলতে থাকবেন,সরকারের আর এক সেকেন্ডও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। এখনই গদি থেকে নেমে তাঁদেরকে গদিতে বসাতে হবে,তাঁরাও যেন আবার এই সোনার দেশকে লুটে খেতে পারে।

আর দেরি সইনা! (২) অন্যদিকে সরকার সমর্থিত রাজনীতিক বিশেষজ্ঞরা বলতে থাকবে,বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবির আর কোন নৈতিক ভিত্তিই নেই। কারন নির্বাচন নিরপেক্ষ হয়েছে এবং এই জন্য সরকার সমর্থিত প্রার্থীরা হেরে গেছে। (মাননীয় সরকার বাহাদুর,এই সব নির্বাচনের সবটিতে হেরে গেলেও কিন্তু দেশের মূল ক্ষমতার পালা বদল হয়না। মানে সরকার বদল হয় না। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেলে কিন্তু জেলে যেতে হয়।

) (৩) কিন্তু আমার মতো কিছু বিশেষজ্ঞ আছে যারা বলবে...............! কারন আমাদের তো পা দুই নৌকায় রাখা। বীরের মতো সাহস করে মনের কথাও বলতে পারি না। যদি ‘ক্রসফায়ার’ কিংবা ‘গুম’ হয়ে যায়। তাঁদেরকে বলি,সাবেক এক প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন,এই দেশে পাগল এবং শিশু ছাড়া কেউই নিরপেক্ষ না। তাহলে তো নিরপেক্ষ দাবীদার আমরা সবাই পাগল কিংবা শিশু,নাকি? (আমার রাজনীতিক অবস্থান জানতে চান? তাহলে এক কথায় বলি,আমি রাজপথের এক আমজনতা।

আমি সাদাকে সাদাই বলি,কালো কেও ভালোবেসে কালোই বলি। আমি দিনে চব্বিশ ঘণ্টা,বছরে বারো মাসই ‘অ-নিরেপেক্ষ’ থাকি। মেহনতি মানুষগুলোই আমার পক্ষ। ) লাল সালাম আমজনতা জয় রিহান জয় মানবতা আমার বন্ধু হতে চাইলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।