আমাদের কথা খুঁজে নিন

   

ডরিমন-এর প্রচার বন্ধ করুন

শিশুদের এখন একমাত্র টিভি দেখার বিষয়বস্তু ডিজনি চ্যানেলে প্রচারিত বিদেশি তথা জাপানি কার্টুন ‘ডরিমন’। দিন নেই রাত নেই, কী সকাল, কী বিকাল আর কী রাত অনবরত প্রচারিত হচ্ছে হিন্দি ভাষায় ডাবিংকৃত জাপানি ডরিমন কার্টুনটি। শিশুদের নাওয়া-খাওয়া, পড়ালেখা, স্কুলে যাওয়া, সবকিছুই লাটে উঠেছে ঐ কার্টুনের চরিত্র— ডরিমন, নবিতা, জিয়াং, সানিও, সুজুকাদের নিয়ে। অসম্ভব নেশা পেয়ে বসেছে শিশুদের। অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়ছেন তাঁদের শিশুদের ভবিষ্যত্ নিয়ে। শিশুরা মজার মজার শিক্ষামূলক ছড়া, কবিতা ও গল্পের পরিবর্তে ডরিমন কার্টুনের হিন্দি ভাষার সংলাপ আউড়াচ্ছে। গেলো বইমেলায় আমরা দেখেছি শিশুদের ডরিমনের বই কেনার উন্মাদনা । স্টলে স্টলে ডরিমনের বইয়ের মহোত্সব হয়েছে। কোমলমতি অবুঝ শিশুদের ভবিষ্যতের কথা ভেবে ডরিমন কার্টুনটি প্রচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।