আমাদের কথা খুঁজে নিন

   

।। কষ্ট দিলে তোমায় আমি এমন ভালোবাসবো ।।

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) ১) এক পৃথিবীর সব বেদনা , দুই নয়নের তোর পরাণে , বাতাবী লেবুর কাঁটার মতন , ........গেঁথে দেব । বিঁধিয়ে দেব । কষ্ট দিলে তোমায় আমি এমন ভালোবাসবো । । ২) তোর হাতেদের দশটি আঙুল , আমার বুকের ঠিক উপরে , রাখব এঁটে খেজুর কাঁটায় , বাসলে ভালো এমনই বালোবাসবো তোমায় ।

। ৩) ধূ-ধূ চরের ঠিক মাঝেতে , আধপোড়া সে তালগাছেতে , তোমার আমার ভালোবাসাগো , .......লটকে আমি রাখব । ভুললে খেয়ালে আমায় তুমি , সব তারাদের , গোপন কথা - ............স-অ-ব জানিয়ে দেব । । ৪) করলে মনে অবেলাতে , কষ্ট বুকে নির্জনেতে , উত্‌রা বাতাস - মেঘের মাথায় , মাতাম ঝড়ের উদ্দামতায়, উড়িয়ে নিজেকে দেব ।

তোর বিরহে মোর পরাণে - ........ঘুণ ধরিয়ে দেব । । ৫) কষ্ট দিলে তোমায় আমি এমন ভালোবাসবো । পদ্মা নদীর শুকনো বুকে - ........................তুফান মাতিয়ে দেব । আরিচা ঘাটের তিন ইশানে , লক্ষ রঙিন লাল নিশানে , প্রেম-পিরীতির যত কাহিনী , ............সব রটিয়ে দেব ।

পথের মানুষ - নদের মানুষ , সতেজ পচা সব মনেতে , তোর উপরে ,। .............ঘিন্‌ ধরিয়ে দেব । ভুল্‌লে আমায় - এমনি তোমায় , ...................নিজেকে চিনিয়ে দেব । । ৬) বাসলে ভালো ; - অমাবস্যায় - তোর দেহেরে মোর জোয়ারে , দিন্‌ - দুনিয়া মাতলাবো ।

সুখগুলোকে ঘোল খাইয়ে - ঢোল বানিয়ে , আবোল তাবোল আতলাবো । । ৭) বাসলে ভালো তোমায় আমি এমনই ভালোবাসবো । রাত - দুপুরে চাঁদ জাগিয়ে জোছনা ঝরাবো । ভর-দুপুরে সূর্য ডুবিয়ে সন্ধ্যা বানাবো ।

। আমি আকাশ থেকে ডেকে ডেকে বৃষ্টি ঝরাবো । তারার মালা গেঁথে তোমার পায়ে জড়াবো । । ৮) আমি খেপে গিয়ে - ঝড় হয়ে - সব উড়িয়ে নেব ।

কাল বোশেখীর হাওয়ায় দুলে বিশ্ব মাতাবো । । সাগর- মহাদেশ-আকাশ-বাতাস একাকার করে দেব । আমি আই দুনিয়ায় আরেক পৃথিবী নিজেই বানাবো । ।

কষ্ট দিলে তোমায় আমি এমনই ভালোবাসবো । । ৯) বাসলে ভালো তোমায় আমি এমন ভালোবাসবো । শেষ আকাশের চাঁদের বুকে দেই ব্যবিলন গড়াব । নিজেকে আমি তোর গহিনে সব জনমে হারাবো ! খুঁজতে গেলে ভেল্‌ দেখিয়ে পাগল করে , .....................আড়াল থেকে হাসবো ।

কষ্ট দিলে তোমায় আমি এমনই ভালোবাসবো । । ২৪/০৫/২০০৫ ঢাকা ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।