আমাদের কথা খুঁজে নিন

   

১ টাকার বদলে ১টা ৫০ পয়সা দামের চকলেট.... মানতে পারি না..

১ টাকার বদলে ১টা ৫০ পয়সা দামের চকলেট.. দিচ্ছে দোকানদাররা.... এটা কি মানা যায় বলেন.... বাংলাদেশ ব্যাংক নাকি নতুন করে পয়সা বানাচ্ছে না তাই ১ টাকার কয়েন এর এত সংকট....। আমার মনে হয় আরো একটা কারন আছে..... মাটির , টিনের অথবা প্লাস্টিকের ব্যাংক এ লোকজন যে হারে পয়সা জমায় তাতে করে কয়েনগুলা সব গায়েব হয়ে যাচ্ছে....। তারপরও আমরা পুরান জামানায় ফিরত যেতে পারি না..... যেখানে ২টা ছাগল এর পরিবর্তে ১ টা গরু পাওয়া যেত..। এটা ২০১২ সাল.... সরকারের প্রতি আমার আবেদন এভাবে আমাদের প্রতারিত হওয়ার থেকে রক্ষা করুন..।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।