আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্য...ধ্রুব সত্য নয়

থমকে থাকা বাতাস আমার ভাল লাগেনা ১. Discovery channel এর "MAN vs WILD" প্রোগ্রামের আমি একজন নিয়মিত দর্শক,কিন্তু পাহাড় সাগর দাপিয়ে বেড়ানো Bear Gryll কে কেবল নাম ধরে ডাকলাম বলে এখন যদি সে কল দিয়ে বলে "নাম ধইরা ডাকলি কেন!আমি তোর বড় না!আমাকে এখন থিক্কা আঙ্কেল ডাকবি!নাইলে কানের উপর দিমু!!" এরপর থেকে টিভি তে তাকে দেখলে আমি টিভি অফ করে দিব,অথবা চ্যানেল বদলাবো...... কিন্তু কাছের মানুষ এরকম করলে খুবই কষ্ট পাবো......... কারণ টিভির রিমোট আছে, মনের কোনও রিমোট নেই... ২.মাদার তেরেসা কে আমি আপনি সবাই মা ডাকি,মানুষ ভালোবেসে তাঁকে মা ডেকেছে,পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তিনি মা-ই থাকবেন...... এবং তাঁকে মা ডাকলে কেউ আপনার DNA টেস্ট করবেনা, বরং শুধু তেরেসা ডাকলে সবাই ভ্রু কুঁচকাবে "কোন তেরেসা??"......এই সম্মান মানুষ তাঁকে দিয়েছে...... তিনি কিন্তু বলতে বলেননি... পরিশেষেঃ সম্মান জোর করে নেয়ার মত কোনও জিনিস না............ সম্মান অর্জন করে নিতে হয় আর এটা অনেক কঠিন......... আর তারচেয়েও কঠিন সেই সম্মান রক্ষা করা......... জোর করে সম্মান চাওয়াও সম্মানহানির কারণ হয়ে যেতে পারে.....অপরিচিত বা অল্প পরিচিতদের ক্ষেত্রে সম্বোধনে একটু বাছবিচার করতে হয়,সম্মান চাওয়া পাওয়ার ব্যাপারটাও মেনে নেয়া যায়......কিন্তু যদি সেটা এমন কারো কাছ থেকে আসে যাকে খুব কাছের, পছন্দের মানুষ ভাবেন,আর যার সাথে আপনার প্রায়ই দেখা হয়......তাহলে অবস্থা আরও খারাপ......এরপর থেকে তাঁকে দেখলেই আপনার কেমন যেন লাগবে........আর এই "কেমন যেন লাগা" -টা কাউকে বুঝানো সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।