আমাদের কথা খুঁজে নিন

   

যদি ''শ'' এর উচ্চারন ''ল'' এর মতন হইত

. . . . . . . . . . . অনেক দিন পর আমি লিলির সিন্ধু ব্যাক করলাম আজিব একখান টপিক নিয়া। কখন যদি উপরিউক্ত ঘটনাডা ঘটত তাইলে কি দাড়াইতো বিষয়ডা, আহেন একটু দেহি সবচেয়ে বেলি(বেশি) সমস্যাডা বোধকরি বিয়াইত্যা বেডা বেডিগোর ক্ষেত্রে দেহা যাইতো, কারন বিয়া সম্পর্কিত বেলিরভাগ সম্পর্কের লুরুই(শুরুই) ''শ'' দিয়া। শশুড় হইয়া যাইতো ললুড়, শাশুড়ি হইতো লালুড়ি, আর লালা লালী গোর কথা আর নাই কইলাম..... বাজারে গেলেও কিন্তুক কম ঝক্কি পোহাইতে হইতো না.... গেলেন শালগম কিন্তে কিন্যা নিয়া আইলেন লালগম, শুটকির জায়গায় লুটকি, শাপলা শালুকের জায়গায় লাপলা লালুক.... কারো ঝগড়া লাগলে কইতো অই লু্য়োরের বাচ্চা, লয়তানের বাচ্চা অথবা লালার পুত। সাপ্তাহিক ছুটি ঘোষিত হইত লুক্রবার আর লনিবার.... মন খুশ থাকলে গান গাইতে হইতো লীলা লীলা কি জাওয়ানি আঅ্যাম টু সেক্সি ফর য়ু ................... বাসা থেকা বাইর হইতে হইতো লার্ট গায় দিয়া....কাউয়ার পাশাপাশি গাছে বা তারখাম্বায় লালিক পাখির দেখা মিলতো.... বিদ্যাপিঠে ভাবসম্প্রসারণ করতে হইতো ''ঘুমিয়ে আছে লিলুর পিতা সব লিলুরই অন্তরে'' বাংলাদেশ খারাপ ক্রিকেট খেললে পত্রিকায় লিরোনাম আইতো অমুক দেলের কাছে বাংলাদেলের লোচনীয় পরাজয়.... ভাগ্যিস ''শ'' রে ''ল'' এর মতন না কইয়া ''শ'' এর মতনই কইতে হয় আজাইরা বইসা ছিলাম তাই বিষয়ডা নিয়া ফান করলাম কিন্তু যদি কখনও বিষয়ডা সত্যি সত্যি ঘইটা যায় তাইলে শ্যাওড়াপাড়া বাসীরা আমারে যে দৌড়ানি দিব এইডা ভাইবাই কালোঘাম ছুইটা যাইতাছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।