আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ শেষ,তবুও ঈদ নিয়ে আমার লেখা ছোট একটি কবিতামন্তব্য করলে খুশি হব

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঈদ মানে হাসি খুশি আনন্দটা একটু বেশি, যেমনটি ওই নীল আকাশে ঝলমলিয়ে সূর্য হাসে। নদীর মত বাধন হারা ঈদের এই খুশির ধারা। সবার মনটা থাকে সুখী হোক সে গরীব কিংবা দুঃখী। কিশোর-কিশোরী আর শিশুরা আনন্দে হয় আত্মহারা, অন্য সময় কিছুই চায়না ঈদের সময় ধরেযে বায়না। ঈদের সময় চালাক বোকা কেউ কাউকে দেয়না ধোকা, সকলে মিলে করে আনন্দ ঝেড়ে ফেলে সব দ্বিধা দন্দ। " সঞ্জয় ওঝা রনি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।