আমাদের কথা খুঁজে নিন

   

// অপূর্ণ স্বাধ //

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! আর একটু না হয় অশ্লীলতায় ঢেকেই গেলাম বাকি রেখে জীবন খাতা লাভ কি বলো; ভুল কালিতেই লিখে গেলাম-ভুল কবিতা, কি চেয়েছিলাম আর কি যে পেলাম। একটা ভঙুর কাচের চেয়ে ঠুনকো জীবন আমার কেউ না জানুক তুমি তো জানো, পুরেছে দেহ কোন অনলে, কিসের ঘোরে পতঙেরা দিচ্ছে লাফ কোন খেয়ালে। আমার না হয় কলঙ হবে কি হবে আর এই অসময় যৌবনের গান আর নাই বা হলো শেষ বেলাতে; একটুখানি অশ্লীলতা মেখেই নিলাম—এই দেহেতে তোমার কাছে ঋণী ছিলাম আর একটু না হয় ঋণী হলাম, কি আসে যায় কার কি তাতে !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।