আমাদের কথা খুঁজে নিন

   

আমার এই দেশ

এদেশে যারা অন্যায়ের রাজা হাতে তাদের রাজদন্ড; আমরা হবো সত্য, হাতে ন্যায়দন্ড। রাজার পক্ষে নিযুক্ত রাজবেতনভোগী রাজকর্মচারী। আমাদের পক্ষে সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি অন্তকাল ধরে সত্য – জাগ্রত আল্লাহ... ভালো লাগে বেশ, আমার এই দেশ ভালো লাগে । ভালো লাগে নদী, রূপালী স্রোত ভালো লাগে সাগর, চিকচিকে বালি ভালো লাগে । ভালো লাগে সবুজ, হলুদ সরিষা ভালো লাগে গাছ, দুরন্ত ঘাস ভালো লাগে ।

ভালো লাগে রোদ, নরম ছায়া ভালো লাগে বৃষ্টি, মূষলধারা ভালো লাগে । ভালো লাগে গ্রীষ্ম, কাল বৈশাখী ভালো লাগে বরষা, কদম তলা ভালো লাগে । ভালো লাগে আকাশ, মেঘের ভেলা ভালো লাগে গোধূলি, সাঁঝের বেলা ভালো লাগে । ভালো লাগে শরৎ, সাদা কাশফুল ভালো লাগে হেমন্ত, ঝকঝকে আকাশ ভালো লাগে । ভালো লাগে রাত, কোটি কোটি তারা ভালো লাগে চাঁদ, জোৎস্নার মায়া ভালো লাগে ।

ভালো লাগে শীত, ভেজা কুয়াশা ভালো লাগে বসন্ত, লাল কৃষ্ঞচূড়া ভালো লাগে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।