আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের সমাজ যাবো কোথায়

মনে করেন স্বামী-স্ত্রী তাদের গৃহপালিত বাহন "গাধার" পিঠের উপর চইড়া কোথাও যাইতেসে। তখন সমাজ বলবেঃ আহারে বেচারা গাধা। একলাই দুইটা গাধারে বহন করতেসে। এই কথা শুইনা স্বামী গাধার পিঠ থেকা নাইমা গেল। তখন সমাজ বলবেঃ দেখছোস?? দেখছোস?? গাধার মালিকটার গাধামী দেখছোস?? বউটারে একলা গাধার পিঠে ছাইড়া দিয়া হে নিজে হাওয়া বাতাস খাইয়া ঘুইড়া বেড়াইতেসে।

এই কথা শুইনা স্বামী তার স্ত্রীরে নামাইয়া নিজেই গাধার পিঠ ে চইড়া গেল। তখন সমাজ বলবেঃ ছিঃ! কি নিষ্ঠুর পাষন্ড স্বামী! যৌতুকের লেগা নারী নির্যাতন করতেসে। এই কথা শুইনা উপায়না দেইখা যখন স্বামী-স্ত্রী দুইজনই গাধার পিঠে না চইড়া, গাধাসহ হাইটা হাইটা যাইতে থাকবে ঠিক তখনই সমাজ মুচকি হাসিয়া বলবেঃ দেখছোস?? ওরা গাধা পালতে পালতে নিজেরাই গাধা হইয়া গেসে। গাধা থাকতেও গাধার পিঠে না চইড়া কষ্ট কইরা হাইটা যায়। সারমর্মঃ আমাদের সমাজ ব্যবস্থা নিজেই হরেক রকম অসামাজিকতায় ভরপুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.