আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কথা বলো না- প্রদীপ হালদার

প্রদীপ হালদার,জাতিস্মর। তুমি কথা বলো না- প্রদীপ হালদার আমি জানি তুমি কথা বলতে ভালোবাসো। তবুও আমি তোমায় বলবো,তুমি কথা বলো না। হয় তুমি আনন্দে আছো নয়তো দুঃখে আছো। হয় তুমি আনন্দের কথা বলবে নয়তো কোনো দুঃখের কথা বলবে।

কে শুনবে তোমার কথা । যাকে বলবে সে যে দুঃখী নয় তুমি জানবে কি করে। এই পৃথিবীতে সবাই দুঃখী। তাই তোমার দুঃখটাকে মনের মধ্যে চেপে রাখো। কথা না বললেই তুমি হবে সুখী।

আর কথা বললে তোমার দুঃখ বাড়বে। যারা বেশী কথা বলে তাদের দুঃখ তত বেশী। যারা কথা বলে না তারাই সুখী। কথা না বলে তুমি সুখটাকে খোঁজ করো। দেখবে সুখ তোমার কাছে চলে আসবে।

আর যারা বেশী কথা বলে তাদের কথা কেউ শোনে না। আর যারা কথা বলে না তাদের একটা কথাতেই আলোড়ন তৈরী হয়। তুমি সেই আলোড়ন তৈরী করো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।