আমাদের কথা খুঁজে নিন

   

শালি-দুলা ভাই রঙ্গ!

for some, I am Salvation. for the others.... their destruction!! \m// কাতু-কুতু প্রেম by Tahsin Tahan Shuvo চলে গেছে কত সময় প্রেম-পিরিতি তে, এবার আমায় বসতে হবে বিয়ের পিঁড়িতে। ওরে পাত্রি খোঁজ তোরা, শালি ও যেন থাকে এক জোড়া! এই বাড়ি, ও বাড়ি করে খুজেছি কত বাড়ি, পাইনি মনের মত নারী। ইয়াহু তে খুজেছি, খুজেছি আমি গুগলে, এমন নারী দরকার, যে রেক্সনা লাগায় বগলে! ওরে পাত্রি খোঁজ তোরা, শালি ও যেন থাকে এক জোড়া! অবশেষে পেলাম আমার ফেবু ফ্রেন্ড লিস্টে! শালি ওয়ালা বৌ জুটল বহু কস্টে! প্রোপাইল আর ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম উইকিপিডিয়াতে, আমার বিয়ের খবর ছড়িয়ে গেল মিডিয়াতে! ওরে পাত্রি খোঁজ তোরা, শালি ও যেন থাকে এক জোড়া! বৌ-শালি আর আমার সুখের সংসার! আমায় নিয়ে দু-বোনের কি যে অহংকার! বৌ এর জন্য যা কিনি শালির জন্য একটু বেশি, বৌ আমার বেজায় মহ্ৎ তাই তো সে হত খুশি! শালি আমার আল্ট্রা মডার্ন দুর্বলতা চায়নিজে, আমি মামু বেজায় খুশি, এর বেশি চাইনি যে! বৌ কে রেখে বেড়াতে যাই শালির হাত ধরে, শালি আমার লজ্জা পায়, ছি! দুলা ভাই এসব কি করে! বৌ এর অসুখ, তাতে কি? আমার আছে শালি, বুঝিনি কখন হয়ে গেলাম, শালির বাগানের মালি! ডাক্তার আছে রোগ সাড়ানোর, আমি ইঞ্জিনিয়ার, বৌ কে আর ভালো লাগেনা থোরা-ই করি কেয়ার! ওরে পাত্রি খোঁজ তোরা, শালি ও যেন থাকে এক জোড়া! বৌ দেখি রোজ শপিং এ যাই কিছু-ই বলেনা আমায়, জানতে হবে ঘ্টনা কি, আমি যে তার ই জামায়। চামচা রা সব খবর দিল বৌ যায় রোজ ডেটিং এ! শ্বশুড়-শাশুড়ি হাজি্র হল পারিবারিক মিটিং এ। এ-কি করলে মমতা? তুমি তো এমন ছিলেনা, বয়সের অজুহাতে বাচ্চা-কাচ্চা ও নিলেনা।

বৌ-আমার মুখ খুলেছে, জেনে গেছে সব, চুপি চুপি বলতে শুনলাম কোথায় আমার রব! শালির নাকি মাথা ব্যাথা, বমি বমি ভাব! টক ছারা সব কিছুতে রুচি্র অভাব! ওরে! কোথায় গেলি তোরা? সংসার আমার ভেংগে গেল, কে লাগাবে জোড়া?  ইদানিং শালি-দুলাভাই/ দেবর-ভাবি দের পরকিয়া প্রেমের প্রভাবে আমাদের সমাজে যে ব্যাপক পরিমান সমস্যা সৃষ্টি হচ্ছে তা কারোর ই অজানা নয়। জন্মের পর থেকেই দেখে আসছি এসব, জানিনা আগে কত কাল এই পরকিয়ার ফাঁদে ধ্বংস হয়েছে কত সংসার, জানিনা আরো কত কাল চলবে। আমার একার পক্ষে হয়ত এসব বন্ধ করা সম্ভব নয়, তবে এত টুকু বলতে পারি, আপনি সচেতন হউন আপনার স্ত্রী’র প্রতি, আপনার ভাইয়ের প্রতি, মেয়েরা সচেতন হউন স্বামীর প্রতি, বোনের প্রতি। তাহলে হয়ত আপনার সুখের সংসারটি আর পরকিয়ার আগুনে জলবেনা। ***********দয়া করে কেউ ছড়া টি কপি করে নিজের নামে চালাবেন না।

চায়লে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। *********************** This story is brought2u by imShuvo (aSimpleLegend) http://www.twitter.com/im_tahsin http://www.facebook.com/green.shuvo WARNING!! WARNING!! Do not copy/paste…otherwise I will report & block u!* ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।