আমাদের কথা খুঁজে নিন

   

মানতে পারছি না............!!! আপনাদের কি মত???

শূন্য যে আসন থেকে সোহেল তাজ পদত্যাগ করলো..... সেই একই আসনে একই দল থেকে এখন নির্বাচন করবে তাঁরই বোন সিমিন হোসেন রিমি। যেখানে সোহেল তাজ মাথা নত না করে পিতার আদর্শে বলিয়ান হয়ে ত্যাগ করেছে লোভ.....!!! তাঁর এই প্রতিবাদ কি ফিকে হয়ে যাচ্ছে না...!!! সিমিন কি পারবেন বাবা, ভাইয়েল মতো আদর্শে উজ্জ্বল থাকতে?? নাকি স্রোতে গা ভাসবে??? চোখের সামনে ভাইয়ের মহান এবং প্রতিবাদি গল্প.... আর অন্তরে বাবার সেই আদর্শ....!!!! বোনই যদি এখন নির্বাচন করবেন, তবে ভাই কেন পদত্যাগ করলেন?? কি হয়েছিল আসলে সেদিন তাহলে সোহেল তাজের সাথে??? বাংলার তাজ শহীদ তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ যে আদর্শের স্বাক্ষর রাখতে গিয়ে, যে প্রতিবাদ করেছেন, সিমিন কি পারবেন সেই আদর্শ ধরে রাখতে সেই একই লোকের ভিড়ে ...!!! এখনো আমার কাছে রাজনৈতিক সততার জীবন্ত প্রতিক সোহেল তাজ...!!! তবে সিমিনের ব্যপারটা মানতে পারছি না। নাকি আমারই ভুল ধারণা। বুঝতে পারছি না....!!! আপনাদের কি মত??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।