আমাদের কথা খুঁজে নিন

   

এক মিনিটের মোরাল গল্প- দাদুর রাজ ।

সময় পোড়া বাতিঘর। ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ব্লগ। কুয়োর ব্যাঙ লাফ দিয়ে কুয়োর পাড়ে ওঠে বসে। চিন্তা করে চেষ্টা করলে কি না হয়।

কোকিল পাখি কি সুন্দর গান গায়। ইচ্ছে করলে নিজেও কি এমন সুন্দর গান গাইতে পারেনা। সেদিন পাঠশালার পাশ দিয়ে যাওয়ার সময় কুয়োর ব্যাঙ শুনেছিলো- পন্ডিত মশায় বলছিলেন-নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হয়। ব্যাঙ কুয়োর পাড়ে বসে মনের সুখে গান গায়। দুষ্টু ছেলের দল ব্যাঙের গান শুনে ঢিল ছুঁড়ে।

আর ব্যাঙ কুয়োয় লাফিয়ে পড়ে। মনে মনে বলে- বুঝলিনারে, দুষ্টু ছেলের দল, গুনীর কদর করতে পারলিনা। দেখিস, আমি একদিন কত বড় হবো। আমার কত নাম ডাক হবে। মাঝখানে, অনেক ঘটনার পর ব্যাঙের সাথে হলো কোকিলের বন্ধুত্ব।

ব্যাঙ বলে -কোকিল বন্ধু আমাকে গান শিখাও। কোকিল বলে-এতো দূর থেকে গান শিখাই কেমন করে। তুমি ওপরে আসো। ব্যাঙ তো আর ওড়তে পারেনা যে কোকিলের কাছে যাবে। আর কোকিলও মাটিতে নামেনা।

শুধুই দূর থেকেই কোকিল আশার বাণী শোনায়। আর বাহবা দেয়। ব্যাঙ কুয়োর পাড়ে অনেক দুঃখে বসে থাকে। একদিন লাফ দিয়ে দিয়ে গাছের গোড়া পর্যন্ত যায়। দেখে সেখানে, গাছের ছায়ায় একজন বিখ্যাত শিল্পী রঙতুলি দিয়ে চিত্রপটে ছবি আঁকছেন।

শিল্পী এবার একাগ্রচিত্তে চেয়ারে বসে বিমূর্ত ছবির কল্পনা করেন। ব্যাঙ কোনো কিছুতেই ছবির কিছুই বুঝতে পারেনা। আর নীচ থেকে ভালো দেখতেও পারেনা। একসময় লাফ দিয়ে ছবিটা দেখতে চায় আর পুরা চিত্রপট সহ ভূমিতে ভূপাতিত হয়। ব্যাঙের সারা শরীরে বাহারি রঙে একাকার।

ব্যাঙ মহানন্দে চিত্রপটে গড়াগড়ি খায়। তারপর একসময় কুয়োর পাড়ে এসে স্বচ্ছ জলে নিজের ছবি দেখে দারুন পুলকিত হয়। তারপর মনে মনে বলে-এবার আমাকে ঠেকায় কে? ব্যাঙ কুয়োর পাড়ে এসে ব্যাঙগ্র কন্ঠে নিজেকে দাদুর রাজ হিসাবে ঘোষণা করে। বলে, আমি তোমাদের মাঝে সেরা। আমি তোমাদের মাঝে সুন্দরতম।

আমি অনেক গুনে গুনান্বিত। পুরো কুয়োর মাঝে ছুটোছুটি পড়ে যায়। আসলেইতো দাদুর রাজ দেখতে অন্য সবার চেয়ে আলাদা। তারা তাকে রাজা হিসাবে মেনে নেয়। বর্ণচোরা ব্যাঙ এখন কুয়োর পাড়ে বসে তার আইন কায়েম করে।

তার কথায় অন্য সব ব্যাঙ কুয়োর পাড়ে ওঠে, কুয়োর মাঝে লাফ দেয়, গ্যাঙর গ্যাঙ করে দাদুর রাজকে গান শোনায়। আর ওপর থেকে কোকিল বাহবা দেয়। মহারাজ ব্যাঙের অভিষেক অনুষ্ঠানের সব ঠিকঠাক হয়, কিন্তু রাজাতো জলে নামেনা। কারণ-সে ভালো করেই বুঝে, জলে নামলেই শরীরের আবরণ ধুয়ে গিয়ে আসল চেহারা বেরিয়ে আসবে। দাদুররাজ বলে- আমি তোমাদের মতো জলে আর জলকেলি করতে পারিনা।

আমি রাজা-আমি ওপরে থেকেই রাজত্ব করবো। এভাবেই ব্যাঙ রাজের রাজত্ব চলতে থাকে। গ্রীষ্মের দাবদাহ শেষ হয়েছে। গগনে মেঘের ঘনঘটা। মাঝে মাঝে শুনা যাচ্ছে আকাশে বজ্রনিনাদের ডাক।

কখনো কখনো বিজলীর চমক। কালো কালো ভারি মেঘে বাতাসে বইছে বৃষ্টির গন্ধ। কুয়োর মাঝে যেন শুরু হয়েছে আনন্দের উৎসব। দাদুর রাজ চিন্তা করতেও পারেননি, এরকম একটা দিন আসবে। ক্ষমতার স্বাদ পেলে কি আর কোনো হুশ থাকে।

কূটকৌশলে এতোদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিলো। এখন সে ভয়ে অস্থির। গাছের পানে থাকায়। কয়েকবার ডাকে, কোনো সাড়া নেই। কোকিল বন্ধু ওড়ে গেছে ।

প্রবলবেগে বৃষ্টি শুরু হয়েছে। দাদুর রাজ-আতংকিত। জলে,স্থলে কোথাও আর নিজেকে লুকিয়ে রাখার জায়গা নেই। একটু একটু করে তার নিজের আসল রঙ বেরিয়ে পড়ছে। দাদুর রাজ বুঝতে পেরেছে-প্রকৃতির বিরুদ্ধে প্রতিরোধের শক্তি কারো নেই।

মোরালঃ রঙ লুকিয়ে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকা যায়না। দুঃসময়ে সুসময়ের বন্ধুদের কাউকেই কাছে পাওয়া যায়না। দাদুর মানে হলো- ব্যাঙ । ( বাংলা অভিধান) ব্যাঙ যখন বাঘের মতো ধ্বনি করে তাকে বলে-ব্যাঙগ্র কন্ঠ। (নিজস্ব) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।