আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিতে ভিজছি

আপনাকে এই জানা আমার ফুরাবে না বৃষ্টিতে ভেজে গাছ, বৃষ্টিতে ভেজে পাতা , বৃষ্টির জলে জানলার কাঁচে আলপনা আঁকা । বৃষ্টিতে ভেজে একা ঘাসফুল ফ্লাইওভারের পাশে , কংক্রিট পথ পারকিং লট শহরের বুকে ভাসে। বৃষ্টির জলে ভিজছে স্কুলছুট এক মেয়ে , হাতে চাকা সে ছুটছে চোখে স্বপ্ন নিয়ে । বৃষ্টির জলে ভেজা ট্রেন ভিজে একশা মন, এক পশলা বৃষ্টির জল থৈথৈ সারাক্ষন। বৃষ্টিতে ভিজে কাক তারে বসে দোল খায়, এমন বৃষ্টি ছবি দেখি শহর কোলকাতায় । বৃষ্টির জলে ভেজে পাশাপাশি কত অপরিচিত মুখ, বৃষ্টির স্ট্যাটাস ভরতি তাই ভিজে গেল ফেসবুক। বৃষ্টির জলে ভিজছি তাই মুখে লেগে থাকে হাসি, ভেজা ভেজা ব্যথা খোঁজে, খোঁজে বৃষ্টি ভেজার খুশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।