আমাদের কথা খুঁজে নিন

   

আর যাবনা আমি পৃথিবীর মেয়েদের কাছে

হাসান গুরু এখানে এসোনা, এইখানে বেদনার বাস, কষ্টের নোনা জল, এখানে সুখের ময়নাতদন্ত আর ... একাকী আস্ফালন। তুমি শাদা মেয়ে, চাঁদ হয়ে থেকো জ্যোৎস্নার গায়ে ঘর বেধে, তোমার নাভির নিচে আগামীর বীজ বুনবে প্রজন্মের কৃষক, রোদেলা দুপুর সাঁতরাবে হিজল তরুর বনে , সুরম্য প্রাসাদের লনে আলো দেবে প্রাচীন সুরুজ।। আর যাবনা দাগ হতে আমি ওই ভুল পথে , কাঁঠালচাপার গন্ধ শুকে দুরাগত স্বপ্নের বুকে আঁকবো আল্পনা, বেছে নেবো পৃথক প্লাবন। আর যাবনা আমি পৃথিবীর মেয়েদের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।