আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা ও একটি প্রতিযোগীতা

blog_id: 85969 ১ম অংশঃ অনেক দিন পর ব্লগে এসে খুব অবাক হলাম এটা দেখে যে এখানেও আমার কিছু শুভাকাঙ্খি আছেন এবং তারা আমাকে আবার এখানে পূর্ণোদ্যমে লেখালেখি করতে বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু বিভিন্ন সাংসারিক ঝামেলায় আমার পক্ষে আসলে নিয়মিতভাবে এখানে লেখা সম্ভব নয়, আবার যখনই লিখতে আসি তখনই মনে হয় একদল ব্লগারের অযথাচিৎভাবে আমার ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে আর তাদের মতানুসারে চলার উপদেশ বিতরণ করতে; তবুও আমি চেষ্টা করবো। আবারো সবাইকে ধন্যবাদ। ২য় অংশঃ গত ২৫শে জুলাই তারিখে আমার ২য় কন্যাসন্তান পৃথিবীতে এসেছে; আজ তার ১ মাস পূর্ণ হলো।

আপনাদের জন্য এখানে ওর কিছু ছবি লোড করে দিলাম। সবার দোয়া চাই। ১. ১ মাস বয়সে (২৪.০৮.২০১২ তারিখ) ২. মানিক জোড় (২৪.০৮.২০১২ তারিখ) ৩. প্রভাষকের কোলে (২১.০৮.২০১২ তারিখ) ৩. আমার মেয়ের জন্য ব্লগারদের নিকট থেকে "একটি সুন্দর নাম" চাচ্ছি। সুন্দর ও অর্থবোধক নাম যিনি প্রস্তাব করবেন তার জন্য থাকবে বিশেষ উপহার! যারা নাম দেবেন তাদের জন্য একটু নির্দেশনা থাকছেঃ আমার বড় মেয়ের নামঃ জাওয়াতা আফনান (অর্থঃ বেহেশতের দুটি উদ্যানের অধিশ্বর) নাম অবশ্যই আরবী হতে হবে এবং আল-কোরআনের কোনো আয়াত থেকে হতে হবে। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।