আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য বনাম পৃথিবী...

আমি যা বিশ্বাস করি না... তা বলতেও পারি না! একটা ছেলের কাছে একটা মেয়ে আসলে কি চায়? খুবই জটিল প্রশ্ন! Money? Gift? Ornament? Love? kiss? Sex?... ...বোধহয় সবগুলোই! তবে End of the Day সব মেয়েই আসলে একটা জিনিসই চায়... সেটা হচ্ছে- আশ্রয়! নচিকেতার "প্রেসমেকার" গানটা সবাই শুনেছেন নিশ্চয়ই! "... সে আমার বুকে রাখতো মাথা- হয়তো খুঁজতো আশ্রয়, এ যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীন্নতায়..." আসলে এ যুগ সে যুগ নয়, সব যুগের মেয়েরাই একটা আশ্রয় খুঁজে বেড়ায়। একজন পুরুষই কেবল পারে তাকে সেই আশ্রয় দিতে...! সে খোঁজে এমন একজন পুরুষ যে তাকে কেয়ার করবে... ঠিক যেন তার বাবার মত একটা লোক! মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে তাকে দেবে একটা সন্তান... আর সেই সন্তান কে যে ভরণ-পোষণ করবে পরম মমতায়...। ...কারণ, নারী হচ্ছে পৃথিবী! স্বয়ং সম্পূর্ণা... সৌর জগতের (সম্ভবতঃ) একমাত্র প্রাণি ধারণকারী গ্রহের মতই নারীই কেবল সন্তান ধারণে সক্ষম। নারী মানে- মা... কিন্তু সেই পৃথিবীরও দরকার একটা আপন কক্ষপথ... একটা সূর্‍্য! যার আলোতে তার সন্তানেরা পাবে জীবনের রসদ... আরেকটা গ্রহ তা দিতে পারবে না কোনদিনই...! তাই তো নারী সারা জীবনই বারবার খুঁজে বেড়ায় একটা পুরুষ সূর্যকে... সে কখনও বাবা, কখনও স্বামী, কিংবা হয়তো সন্তান! ...আর এজন্যই, যখনই কোন মেয়ে দেখে- একটা ছেলে তাকে খুব কেয়ার করছে... ভালবাসার কথা বলছে... অনেক কিছু ত্যাগ করবে বলে আশ্বাস দিচ্ছে... সে আনন্দে আহ্লাদিত হয়ে ভাবে- এইতো আমার সূর্য! ...আমার আপন কক্ষপথ ...আমার আশ্রয়! সে প্রেমে পরে যায় ছেলেটির! কিন্তু সেই সুযোগের অসৎ ব্যবহার করে অনেক পুরুষ! আবার এর উল্টোটাও হয় অনেক সময়... কোন কোন পৃথিবী পেতে চায় অনেক সূর্যের আলো! তাই তাদেরকে বলছি- নিজের মর্যাদাকে অপমান করো না কখনও... মনে রেখ- তুমিও কোন না কোন পৃথিবী মায়েরই সন্তান... কোন না কোন সূর্য বাবার আলোতেই এতোটা পথ হেটেছো! - সফিক এহসান (রাত ১:৩০, ১৯ আগষ্ট '১২) [উৎসর্গঃ সকল সূর্য ও পৃথিবীদের]  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।