আমাদের কথা খুঁজে নিন

   

নুতন সাজেঁ পুরান বউ। বেরলভীদের "আহলে সুন্নাত ওয়াল জামাত" নিক ও হাচা কথা

আমার আগের পোস্টের একটি মন্তব্যের জাবাব লিখতে গিয়ে আবারো পূর্ন একটি দিতে হল। হেফাজতে ইসলামীর আমীর হযরত আল্লামা আহমদ শফী (দামাত বারাকাতুহ) মরহুম আশরাফ আলি থানভী, কাসেম নানতুভী (দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা) ইলিয়াস কান্ধালভী (তাবলিগ জামাতের গোড়াপত্তনকারী ) সহ আরো বড়বড় জগদ্বি্খ্যাত আলেমদের ব্যাপারে অভিযোগ তারা মহানবী স: কে মাটির মানুষ বলেন, বড়ভাইয়ের মত বলেন, সর্দারের মত বলেন ইত্যাদি ইত্যাদি। কোরান সুন্নাহের স্পষ্ট ভাষ্য ইনারা বুঝলেন না বুঝলো কেবল বেরলভী আর আমাদের দেশের কবর পুজারী নামধারী মুসলিমরা। !!! আল্লাহর রসূল জগতবাসীর জন্য আলোকবর্তিকা্ । এর মানে এই নয় যে তিনি একটা টিউবের লাইট বা চেরাগ।

কোরান তো তাকে চেরাগো বলেছে। এসব অপব্যাখা বাদ দিয়ে সোজা সাপ্টা ভাবে কোরান পড়ুন। মৌলিক আরবী জ্ঞান থাকলে যেসব তাফসিরের কিতাবের রেফারেন্স দিছেন সেগুলা পড়ুন। খামাখা সাল্লামোল্লাদের লেখা কপিপেস্ট দিবেন না। আল্লাহর রসূল স: জাহেলি অন্ধকারের বিপরীতে আলো বা নুর এবং মানবীয় অর্থে আল্লাহ তার রুহ থেকে বাবা আদম আ: কে রুহ প্রদানের মাধ্যমে নূর প্রদান করেছেন সেই নুরের সবচাইতে বেশী মহানবী স: এর নিকট।

এর অর্থ এই নয় যে তিনি সশরীরে একেবারেই কেবল ই নূরের তৈরি। কেবল নূরের তৈরি জাতি হলো ফেরেস্তা। আর মানুষ হলো মাটি ও আল্লাহ প্রদত্ত রুহের মিশ্রন। যদি নবী স: কে নূর জ্ঞান করেন তবে তাকে মানুষ না বলে ফেরস্তা বলা হতো। অথচ কোরান বারবারই এ বিষয়টি স্পষ্ট করেছে যে আল্লা মাটির মানুষের জন্য তাদের মধ্য থেকেই মাটি রক্তে তৈরি মানুষকেই যূগে যূগে নবী রসূল বানিয়ে পাঠিয়েছেন।

আর এই নবী রসূলদের সকলের সর্দার হলেন সর্বশেষ মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম । আজ যে সমাজ তাকে মানুষ না বলে ফেরেস্তা বলার চেষ্টায় লিপ্ত তারা মুলত বিভ্রান্ত একদল নামধারী মুসলিম। সেই পুরানো কথাকেই নুতন সাজে সাজিয়েছে। খুব লক্ষ্য করে নীচের আয়াতগুলো পড়ুন: সূরা ইসরা বা বনী ইসরায়েল: أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَى فِي السَّمَاء وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّى تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَّقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنتُ إَلاَّ بَشَرًا رَّسُولاً 93 অথবা আপনার কোন সোনার তৈরী গৃহ হবে অথবা আপনি আকাশে আরোহণ করবেন এবং আমরা আপনার আকাশে আরোহণকে কখনও বিশ্বাস করবনা, যে পর্যন্ত না আপনি অবতীর্ণ করেন আমাদের প্রতি এক গ্রন্থ, যা আমরা পাঠ করব। বলুনঃ পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব, একজন রসূল বৈ আমি কে? وَمَا مَنَعَ النَّاسَ أَن يُؤْمِنُواْ إِذْ جَاءهُمُ الْهُدَى إِلاَّ أَن قَالُواْ أَبَعَثَ اللّهُ بَشَرًا رَّسُولاً 94 আল্লাহ কি মানুষকে পয়গম্বর করে পাঠিয়েছেন? তাদের এই উক্তিই মানুষকে ঈমান আনয়ন থেকে বিরত রাখে, যখন তাদের নিকট আসে হেদায়েত।

قُل لَّوْ كَانَ فِي الأَرْضِ مَلآئِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاء مَلَكًا رَّسُولاً 95 বলুনঃ যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে কোন ফেরেশতাকেই তাদের নিকট পয়গাম্বর করে প্রেরণ করতাম। قُلْ كَفَى بِاللّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا 96 বলুনঃ আমার ও তোমাদের মধ্যে সত্য প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। তিনি তো স্বীয় বান্দাদের বিষয়ে খবর রাখেন ও দেখেন। নবীপ্রেম এতদিন কোথায় গেছিলো? হাম্বালিগের বাজেট এতদিনে পাশ হলো তোমাদের জন্য তাই নবীপ্রমের নামে হেফাজতের মুখোশ! উম্মোচন!!!নের নামে পুরানো চর্বিত চর্বন করে এদের বি্ভ্রান্ত আক্বীদাকে আরো ভালো করে জানান দিয়ে গেল এই আহলে খোরাফাত ওয়াল বিদাআত পন্থীরা। সবযূগের দরবারি আলেমরাই ইসলামের ক্ষতি করেছে।

খলিফা মনসুরের যুগ থেকে আরম্ভ করে, এলাহি আকবর আর আমাদের হাসিনার দরবার পযর্ন্ত সবখানেই দরবারি আলেমরাই যূগেযূগে ইসলামের অপব্যাখা ও স্বার্থপর ফতোয়া দেয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।