আমাদের কথা খুঁজে নিন

   

চলো ফিরে যায়

আমি একজন ছাত্র। চলো ফিরে যায় চলো ফিরে যায় সে সোনালী অতীত স্মৃতিতে চলো ফিরে যায় শত শত মাইল দুরে , যেখানে থাকবে না বাস্তব, থাকবে স্মৃতি ; চলো ফিরে যায় সেখানে। চলো ফিরে যায় সে সোনালী শৈশবে ; ফিরে যায় অতীত ঠিকানায় , যেখানে থাকবে না লোকালয় চলো ফিরে যায় সেখানে। চলো ফিরে যায় দুর-দুরান্তে,কোন মায়াবী নগরে ; চলো ফিরে যায় হারিয়ে যাওয়া দিনগুলোতে , চলো হারিয়ে যায় অনন্ত স্মৃতিতে। চলো যায় ফিরে আমাদের ছোট্ট কুড়েঘরে ; ফিরে যায় সে সোনালী অতীত ছায়ায় , কোন সুখের আশায়। যেখানে থাকবে না কষ্ট, দুঃখ, ব্যর্থতা চলো ফিরে যায় সেখানে। চলো যায় দুর অজানায় সে মায়াবী নির্জন দ্বীপে ; যায় ফিরে যায় মায়াবী ছোঁয়ায় কোন সুখের বালুচরে ; চলো ফিরে যায় সাত সাগর পাড়ি দিয়ে , পৃথিবীর এক কোঁণে। চলো যায় দুর-বহুদুরে কোন স্বপ্ন পুরীতে ; চলো যায় ফিরে অতীত চাওয়া-পাওয়ায় , চলো যায় আমাদের খেলা ঘরে। চলো ফিরে যায় সীমাহীন অজানায় , চলো যায় অতীত আশায় কোন স্বপ্ন ভালোবাসায় , কোন মায়াবী ভরা সবুজ প্রান্তে চলো হারিয়ে যায় \\

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।