আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যান-জগলু সিরিজ # ২

বড় ধরনের স্বপ্নবাজ এক নিঃসঙ্গ পথচারী! চেয়ারম্যান : কি রে বেটা? মন খারাপ ক্যান তোর? জগলু : পুরা পরীক্ষা দিলাম হরতালে হরতালে, আইজ রেজাল্ট ও নিলাম হরতালের মইদ্ধে চেয়ারম্যান : এর জন্য মন খারাপ? জগলু : না, এর লাইগা না! রেজাল্টের লাইগা মন খারাপ! চেয়ারম্যান : হায় হায়......! A+ পাস নাই? জগলু : পাইসি। চেয়ারম্যান : তাইলে? গোল্ডেন আশা করসিলি? জগলু : গোল্ডেনও পাইসি! চেয়ারম্যান : তাইলে সমস্যা কি রে বেটা? :@ জগলু : যদি A+ না পাইতাম, মাইনশে কইত ছিঃ ছিঃ A+ পাইলা না! এখন যখন পাইলাম, মাইনশে জিগায়, গোল্ডেন পাইস? যখন কই, পাইসি। এবার তারা মুখ বেঁকাইয়া কয়, পাইলেই কি আর না পাইলেই কি! এত হাজার হাজার A+, একটা ভাল কলেজেও তো চান্স পাইবা না! ধুর...... অহন আপনেই কন, রেজাল্টের উন্নয়নের এই মহামারীর দোষ কি আমাগো? তাগরে কেডায় কইসে এত A+ দিত, আর কেডায় কইসে সেরা রেজাল্ট কইরাও আমাগোরে অপমান উপহার দিত? চেয়ারম্যান : কি আর করবি! মাইনা ল। কয়দিন পর তো রেজাল্ট শুধু দুইটা হইব, A+ আর ফেইল! জগলু : না চেয়ারম্যান সাব! মাইনা লয়া সম্ভব না আর! এবার আমি একটা “কঠোর কর্মসূচি” দেমু! সরকার রে একটা “আল্টিমেটাম” দেমু! চেয়ারম্যান : কি কস এগুলা! কি করতে চাস তুই? জগলু : জামায়াত তো রবিবার হরতাল ডাকসে! বাকি সপ্তাহের শিডিউল শুনলাম এহনো খালি আছে! এর লাইগা, আর কেউ হরতাল ডাকার আগেই, পুরা সপ্তাহ টানা হরতাল ডাকতাম চাই! আপনে ব্যবস্থা করেন! চেয়ারম্যান শকড, জগলু রকড! :p courtesy : https://www.facebook.com/tawfirhasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।