আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমায় বিয়ে পড়ানোর নামে এসব কি দেখাচ্ছে?????

শিক্ষানবিশ বলছি এই মাত্র ইটিভি চ্যানেলে সাকিব খান এবং শাবনুর অভিনীত একটি বাংলা ছবির শেষের দৃশ্য দেখছিলাম । শাবনুরকে ভিলেন ধরে নিয়ে এসেছে তার ব্যবসায়িক এক পার্টনারের সাথে বিয়ে দেয়ার জন্য । যথারীতি এক টুপি পড়ানো বস্তির এক কাজী সাহেবকে ডেকে আনা হয়েছে বিয়ে পড়ানোর জন্য । শাবনুর বিয়েতে রাজী হচ্ছে না । এক সময় বর জোর করে রাজী করাতে ব্যর্থ হয়ে তাকে নষ্ট করতে সবার সামনেই শাবনুরের উপর ঝাপিয়ে পড়ে। এতে কাজী সাহেব বাধা দিতে গেলে বরের বিখ্যাত ডায়ালগ.. " ঐ শালা চুপ থাক, আজ আমি বিয়ের আগেই বাসর করব + ধস্তাধস্তি চলতে থাকে ।" এভাবে আর কত দিন মহান পবিত্র এই বন্ধনের দৃশ্য এভাবে সিনেমার মতো একটি শক্তিশালি মাধ্যমে উপস্থাপন করা হবে ? তাছাড়া পুলিশের ভুমিকাকেও বেশীর ভাগ ক্ষেত্রে অতি তাচ্ছিল্যের সাথে উপস্থাপন করা হয় । এগুলোর কোন পরিবর্তন হবে না । আসলেই কি আমাদের মন মানসিকতার কোন পরিবর্তন হচ্ছে ? না নাকি দেখছি , শুনছি , চুপ থাকছি এভাবেই ভবিষ্যতে চলতে থাকবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।