আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশ ( ওমান) এবং বাস্তবতা...................

সবার প্রিয় মুখ 'লালু ভাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়ের বিয়ে ঠিক হয়েছে , এক আত্বীয় জিজ্গাসা করল ছেলে কি করে? উত্তর পেল " ছেলে বাইরে থাকে" ! এই হলো বিদেশ বিষয়ে আমাদের সাধারনত ধারনা। আমি ওমান এ থাকি ৬ মাস হলো । আমারো প্রায় একই রকম ধারনা ছিল। কিনতু এসে যা দেখলাম তা ৮০% ভুল ( বর্তমান সময়ে) এখানে অনেক ভিসার দালাল আছে ,তাদের একজনের কথা বলি। নাম আনিছ ( আনিছ মোতোয়া) দাড়ি টুপি থাকলেই যেমন আমাদের দেশে বলি হুজুর , এখানে বলে মোতোয়া।

তাকে দেখলাম একদিন বাংলাদেশ এ জনৈক ব্যক্তির (হতভাগা)র সাথে কথা বলতে......বলছে...."আরে দিবেন তো মিঞা ৩ লক্ষ টাকা এত কথা কিসের? কামাইতে তো ৬ মাসও লাগবো না, একটু কষ্ট করতে পারলে মাসে ৫০ হাজার, আর আরামে কাজ করলে ৩০ হাজার, আরে মিঞা এইহানে পেপ্‌সির ডিববা ( পেপ্‌সির কৌটা) কুড়াইলেও তো মাসে ৩৫ হাজার কামাইবা , তহনতো আর আমারে মনে রাখবানা। " তবে বাস্তবতা (প্রায়) উল্টা । অবশ্য একথাও ঠিক যে, যারা এখানে আসে তাদের ৯৫% অশিক্ষিত। পূ্র্বের কোনো কাজের অভিগগতা থাকে না। ওমান আসার খরচ : ১ > ২০১ রিয়াল ( যা ওমান সরকার নেয়)= ৪২৫০০টাকা( প্রায়) ২ > বিমান টিকেট =৩০০০০ টাকা ৩ > ওমান এ আসার পর মেডিকেল ও পতাকা ( identity card) বাবদ ২৫রিয়াল =৫৫০০ টাকা বাকিটা দালালরা নেয়।

তবে সবটাই আবার তাদের লাভ না। বর্তমানে একটা ভিসা জোগার করতে ওদের ৮০-৮৫ হাজার টাকা বিনিয়োগ করতে হয় এবং এতে ঝুকিও আছে। কারন বেশির ভাগ এ্যারাবিয়ান বিশ্ব হারামি। এই হলো মোটামুটি একটা খরচ । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আয় থাক বা না থাক প্রতি মাসে ১৬০০০ টাকা (প্রায়) খরচ হবেই হবে।

আর একটা কথা ফ্রি ভিসা বলতে দুনিয়ায় কোনো ভিসা নেই। তবে এর একটা মানে আছে। তা হলো যে এ্যারাবিয়ান ( ওমানি, কুয়েতি,..... সৌদি নাগরিক) আপনাকে ভিসা দিচ্ছে তার অধিনে না থেকে অন্য জায়গায় কাজ করার সুযোগ। এর সুবিধা ও অসুবিধা দুটোই আছে। আমি কাউকে বিদেশ আসার ব্যাপারে নিরুৎসাহিত করছি না , তবে জেনে বুঝে আসলে ভাল।

আর মেয়েরা জেনো ভূলেও বাসা বাড়ির কাজে না আসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।