আমাদের কথা খুঁজে নিন

   

ওহাবী আন্দলোনের ফল– - লাভ ক্ষতি কার বেশি ?

বাংলাদেশে ওহাবী আন্দলোনের বীজ যেই রুপন করুক না কেন, গাছটা অনেক বড় হয়ে গেছে, বিস্তার করছে অসংক্ষ ডাল-পালা । গাছটায় ফল আসলে কার বেশি লাভ হবে আর কার বেশি কত ক্ষতি হবে? শিরিকী মুসলিমদের লাভ হবে বেশি সাধারন মুসলিমদের তুলনায় । মাজার ব্যবসায়ীদের বেশি ক্ষতি হবে সাধারন তাবিজ কজ্বা বিক্রেতার চেয়ে। এক ছিলিমে যেমন তেমন দুই ছিলিমে রাজা তিন ছিলিমে হক মৌলা –হু, হু, হু’দের লাভ হবে বেশি সাধারন জিয়ারতকারীদের চেয়ে। ইন্ডিয়া থেকে চোরা পথে সোনার বিনিময়ে গাজা ব্যবসায়ীদের ক্ষতি হবে বেশি সাধারন মোমবাতি বিক্রেতার চেয়ে। কিবলা কাবা – হুজুর বাবাদের তন্ত্রমন্ত্রের ব্যবসার বেশি ক্ষতি হবে আর লাভ হবে বেশি সাধারন মানুষের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.