আমাদের কথা খুঁজে নিন

   

হাতের মুঠোয় মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল, এখন বাংলায়

আমি একজন ভালো মানুষ( যতক্ষন তুমি ভালো :) !!) মাইক্রোকন্ট্রোলার শব্দটি প্রায়ই কানের আশেপাশ দিয়ে চলে যায় ইদানিং। কিন্তু কি এই আজব বস্তু? সোজাসাপ্টা বললে, খেলনা গাড়ি, আই পি এস কিংবা সোলার কন্ট্রোলার, সায়েন্স ফেয়ারের প্রজেক্ট, বাসার ওয়াটার পাম্প কন্ট্রোলার কিংবা এমন যেকোন কিছু আপনি চটজলদি বানিয়ে নিতে পারেন শুধুমাত্র একটি ডিভাইস সম্পর্কে জানা থাকলে- মাইক্রোকন্ট্রোলার। বিস্তারিত ইঞ্জিনিয়ারিং না জেনে শুধুমাত্র অল্পকিছু জিনিসের ধারনা থাকলেই মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করা যায়। আর এজন্যই এর জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। কেমন হত যদি পাওয়া যেত মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল ও প্রজেক্টভিত্তিক পূর্ণাঙ্গ ওয়েবসাইট... পুরোপুরি বাংলায়? প্রিয় রিডার, মাইক্রোকন্ট্রোলারভিত্তিক প্রজেক্ট ও টিউটোরিয়াল নিয়ে পুরোপুরি বাংলায় ওয়েবসাইট এসে গেছে যন্ত্রপাতি ডট কম ।

কি থাকছে ওয়েব সাইটটিতে? পুরো সাইটটিকে সাজানো হয়েছে বিভিন্ন ক্যাটেগরিতে যাতে বিগেনার কিংবা অ্যাডভান্স- যেকোন লেভেলের যে কেউ জেনে নিতে পারছে দরকারি টিউটোরিয়াল কিংবা প্রজেক্ট। AVR ফ্যামিলির মাইক্রোকন্ট্রোলার যন্ত্রপাতি.কম সাইটটিতে টিউটোরিয়াল ও প্রজেক্ট এর জন্য মাইক্রোকন্ট্রোলার হিসেবে ব্যাবহার করা হচ্ছে Atmel AVR সিরিজের মাইক্রোকন্ট্রোলার। এর সুবিধাগুলোর মধ্যে অন্যতম- জনপ্রিয় হার্ডওয়্যার প্ল্যাটফর্মগুলোতে AVR সিরিজের মাইক্রোকন্ট্রোয়ার ব্যাবহার করা হয়। সি প্রোগ্রামিং কর্নার মাইক্রোকন্ট্রোলারভিত্তিক প্রজক্টের জন্য প্রয়োজন হয় কিছুটা প্রোগ্রামিং দক্ষতার। এ ব্যাপারটি মাথায় রেখেই যন্ত্রপাতি.কম এ রয়েছে সি প্রোগ্রামিং কর্নার যাতে শুরুর থেকেই ঝালিয়ে নেয়া যায় প্রোগ্রামিং দক্ষতাকে।

বেসিক মেকানিকাল মেকানিজম মাইক্রোকোন্ট্রোলার জনপ্রিয় ব্যাবহারের একটি হল হবি রোবটিক্স। রোবটিক্স কিংবা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দরকার হয় মেকানিক্যাল স্ট্রাকচার নিয়ে সামান্য কিছু জানাশোনা। এজন্য যন্ত্রপাতি ডট কম এ আছে মেকানিজম নিয়ে বেশ কিছু তথ্যবহুল পোস্ট। এ সবকিছু মিলিয়ে গড়ে তোলা হচ্ছে সাইটটির তথ্যভান্ডার, যা থেকে বাংলাভাষাভাষী প্রযুক্তিপ্রেমীরা উপকৃত হবে নিঃসন্দেহে। যন্ত্রপাতি ডট কম এ একেবারে নতুনদের জন্য রয়েছে একটি গাইডলাইন।

তাই আপনি হাতে কলমে যাই করুন, যতটুকুই জানুন, যন্ত্রপাতি.কম আপনার জন্য হতে পারে প্রযুক্তি নিয়ে এক্সপেরিমেন্টের এক নতুন ক্ষেত্র। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.