আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান

ঝড় বয়ে যায় আমার বুকের কুঁড়েঘরে উত্তাপে পুঁড়ে হৃদয় আর আমি ঠান্ডায় মরি বদ্ধ নিয়ন্ত্রিত বাতাসে- তাই আজ বুকের খাঁচায় তামাটে ছোপ ছোপ দাগ- নিচে তার হলুদ ক্ষত-ওপরে মসৃণ ত্বক ফ্যাকাসে। এ আমার হৃদয়ের সাথে আমার গভীর ব্যবধান- এক সমূদ্র পরিমান ব্যবধান কিংবা মেরু থেকে মেরুতারা যাকে আমরা পোলস্টার বলে চিনি- যতটুকু উপরে পাঁক খায় অনবরত তার থেকে কিছু কম নয়- যে আমার হৃদয়ের উপরে আমার বসবাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।