আমাদের কথা খুঁজে নিন

   

বিষ্ণুপদ দাস - বাংলার পল্লী গীতি + গানচিল আপডেট

মরণ আমার ভালো লাগে বিষ্ণুপদ দাস, পল্লী গানে, উভয় বাংলার নিরিখেই অন্যতম সেরা শিল্পী। তাঁর গায়কী ও ডায়ালেক্ট পল্লী গীতির জন্য আদর্শ ও শাশ্বত, বাজনা সঙ্গত অসাধারণ এবং গানগুলো অত্যন্ত সুনির্বাচিত ও তাঁর গায়কীর সাথে মানানসই। কিন্তু দুঃখের বিষয়, বিষ্ণুপদ দাস একজন অত্যন্ত নিভৃতচারী শিল্পী হওয়ায়, তাঁর সম্পর্কে কোনও তথ্য বা তাঁর একটি ছবি পাওয়া দুষ্কর, তাঁর সিডি বা ক্যাসেটও দুর্লভ। তবে দীর্ঘদিনের আঁতিপাঁতি সন্ধানে বিষ্ণুপদ দাসের ৩৭ টি পল্লী গীতি আমি বিভিন্ন সুত্র থেকে সংগ্রহ করতে পেরেছি। সকলের ভালো লাগবে এমন আশায় সংকলনটি এখানে পেশ করলাম।

বিষ্ণুপদ দাস - বাংলার পল্লী গীতি ১ ০১। আরে কথায় বলে, গাছে বেল পাকিলে ০২। আহা দামোদরের পারে ০৩। আল্লাহ মেঘ দে ০৪। আমার মন যে কাঁদে রে ০৫।

আমি বের হইলেম ০৬। বৈরাগী মন দেখনা চেয়ে ০৭। বাউ কুমঠা বাতাস (গাড়ীয়াল মুই চলম রাজপন্থে) ০৮। বাজান, চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে ০৯। ভুলে যেয়ো না ১০।

বল না হরি ফুটবে কবে আমার বিয়ের ফুল ১১। চ্যাং মাছে বলে মাঝি ভাই ১২। ধান এলো ছালা ছালা (সাথে - গীতা চৌধুরী) ১৩। এবার ভোলা এলে বলবো ১৪। একী দুগগ্যি দেখলাম চাচা ১৫।

এপার গণে বাইয়া মোরা হিঙ্গলেতে যাই ১৬। এসেছিস, থাক না উমা ১৭। এসো মা এসো মা উমা ১৮। গুরু দোহাই তোমার ১৯। গুরু গো বল ২০।

হাত ধরিয়া কও কন্যারে বিষ্ণুপদ দাস - বাংলার পল্লী গীতি ২ ২১। কালা, আর না বাজান বাঁশরী ২২। মন পাখী তোর ভাবনা কিরে ২৩। মন মাঝি সামাল সামাল ২৪। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে ২৫।

নাতিন আমাগো বাড়ী যাইও ২৬। নিরিখ বান্ধো রে দুই নয়নে ২৭। ও আমার মন পাখী ২৮। ও মোর মন ভোলারে ২৯। ও শীতলক্ষ্যা নদী ৩০।

ওকি কান্দে সুন্দরী বেহুলা ৩১। ওকি লয়া বউ ৩২। ওকি মন শুয়া ৩৩। ও আমার দয়াল চাঁদ (ও মোর দরদী) ৩৪। পরাণের হুক্কা রে ৩৫।

রইলো রে তোর সাধের দোকানদারি ৩৬। রসের বাইদানি ৩৭। সাপের খেলা কোয়ালিটি - ১৯২ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৮৩ + ৮২ মেগাবাইটস ডাউনলোড - বিষ্ণুপদ দাস - বাংলার পল্লী গীতি ১ বিষ্ণুপদ দাস - বাংলার পল্লী গীতি ২  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.