আমাদের কথা খুঁজে নিন

   

আজ বাবা দিবস

আজ বাবা দিবস আসলে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কোন বিশেষ দিনে সীমাবদ্ধ করা যায় না। প্রতিটি মুহুর্তই তাদের কথা মনে পড়ে। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা ও বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব, শ্রদ্ধা ও ভালোবাসা কোন পুস্তিকায় আবদ্ধ রাখা যায় না। বাবা এমন একটি শব্দ যার সাথে জড়িত রয়েছে শাসন, ভয়, শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব। বাবা এমন একজন ব্যাক্তিত্ব যার হাত ধরে জীবনে অনেক কিছুরই হাতেখরি'র সূচনা।

শৈশবের অনেক স্মৃতিই আজো উকি দেয় । বাবা কাধে চড়া.... হাতধরে হাটা ..... স্কুলে ভর্তি করানো..... বর্ণমালার সাথে পরিচয় থেকে শুরু করে অনেক কিছুই শিখেছি বাবা ও মায়ের কাছ থেকে । আসলে বাবা-মা ই তো জীবনের প্রথম শিক্ষক । আদেশে বাবা যেমন ছিলেন কঠোর, তেমনি বিপদেও ছিলেন বন্ধুরমতো উদার। কখনো কখনো বাবাকে ভয় হতো অনেক, কখনো মনে হতো বাবার মতো বন্ধু হয়না পৃথিবীতে....... বাবার প্রতিটি কথাই আজ মনে হয় বাণী ।

অনেক আগে বাবাকে হারিয়েছি ..... গতবছর মাও আমায় ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে .... ভালোবাসার এই মহান দুই ব্যাক্তিত্বকে কোন দিন মুখফোটে বলতে পারিনি ভালোবাসি...... মা ও বাবা , আমি তোমাদের খুব ভালোবাসি...... দোয়া করি আল্লাহ যেন তোমাদের জান্নাত বাসী করেন । (আমিন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।