আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে জাহাঙ্গীরের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সম্মিলিত নাগরিক কমিটির মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে প্রতীক বরাদ্দ দিতেও বলা হয়েছে।
আজ রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।
গত ২২ মে ঘোষিত তফসিল অনুযায়ী ৬ জুলাই নির্বাচন হওয়ার কথা। আদালত সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গত ২ মে তাঁর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

৬ জুন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ১০ জুন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন। কিন্তু নির্বাচন কমিশনও আগের আদেশ বহাল রেখে তাঁর আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে মো. জাহাঙ্গীর গত বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেন।

আজ শুনানি শেষে আদালত রিটটি নিষ্পত্তি করে ওই আদেশ দেন।
রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। সঙ্গে ছিলেন আইনজীবী মার্গুব কবীর। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.