আমাদের কথা খুঁজে নিন

   

চরম হাসির সিরিয়াল ... Mind your language ও কিছু অর্বাচীন কথামালা

এইতো ভালোই আছি . . কিছুদিন আগে প্রিয় ব্লগার "বেইমান আমি" -র একটা কমেন্ট থেকে Mind your language সিরিয়াল টার নাম জানতে পারি । এর পর থেকেই YouTube এ সমানে সিরিয়ালটা দেখে যাচ্ছি। এক কথায় অসাধারণ । ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে ইংল্যন্ডে প্রথম প্রচারিত হওয়া এই সিরিয়াল ব্যপক জনপ্রিয়তা অর্জন করে । ঠিক আমাদের হুমায়ুন আহমেদের এইসব দিনরাত্রি, বহুব্রীহি সিরিয়াল গুলোর মত নিস্কলুষ বিনোদন । এখন কতো টিভি চ্যনেল, কতো উন্নত প্রযুক্তি ! কিন্তু আফসোস এই ধরনের সিরিয়াল এখন আর দেখা যায় না । আত্মার মৃত্যু বিশ্বজুড়েই ঘটছে । (সামুতে আমার প্রথম পোস্ট । অখাদ্য হইলে বেশি বইকেন না । হার্টে প্রবলেম আছে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।